বিশ্বকাপের শেষ লড়াইয়ে আজ বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া, লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ AM
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ (শনিবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এদিন নাজমুল হোসেন শান্ত টাইগারদের নেতৃত্ব দেবেন। ভারতের পুনেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
অজিদের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল। তবুও তারা নামবে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার লক্ষ্যে। বিপরীতে বিদায় নিশ্চিত করা বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা।
কোনো সমীকরণ না মেলাতে চাইলে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে তাদের তালিকার আট নম্বরে থাকা নিশ্চিত হবে। তবে হারলেও সুযোগ থাকবে সাকিবদের, সেক্ষেত্রে গাণিতিক হিসাবটা এমন– প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া যদি ৩৬০ রান করে, তাহলে বাংলাদেশকে অন্তত ২০০ রান করতে হবে। যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ২০০ রান তোলে, তাহলে অস্ট্রেলিয়াকে ওই রান তাড়া করার জন্য খেলা টেনে নিয়ে যেতে হবে অন্তত ২৩ ওভার পর্যন্ত।
আরও পড়ুন: ২৫টি পোশাক কারখানা ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা
বিশ্বকাপ থেকে সবার আগেই বিদায় নিশ্চিত করেছিল বাংলাদেশ। যদিও তাদের শেষ ম্যাচটা হচ্ছে কিছুটা দেরিতেই। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ জয়ের ধারায় ফিরেছিল। সেই রেশটা তারা আজও টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে ফর্মে ফেরা ও আগের ম্যাচের নায়ক নিয়মিত অধিনায়ক সাকিবকে না পাওয়াটাই বড় ফ্যাক্টর হতে পারে ম্যাচটিতে। সেটি অজি কোচের আলোচনায়ও ওঠে এসেছে।