ট্রাক চাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

রাস্তায় স্কুলশিক্ষকের মরদেহ
রাস্তায় স্কুলশিক্ষকের মরদেহ   © সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশার ধাক্কা লেগে ট্রাকের চাপায় প্রাইমারি স্কুলের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে কোতোয়ালি থানার উপপরিদর্শক কৃষ্ণ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার রাতে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক বিমল চন্দ্র রায় (৪৬) সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের মৃত ধলু চন্দ্র রায়ের ছেলে ও গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, তারা দু’জন দুটি মোটরসাইকেলে ভূশিরবন্দর গ্রাম থেকে বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় সরকারি কলেজ মোড়ের নিকটে আসার পর একটি অটোরিকশা মোটরসাইকেলে জোরে ধাক্কা দেয়। এতে ওই স্কুলশিক্ষক মাটিতে পরে যায়। এ সময় তিনি দশমাইল থেকে ছেড়ে আসা রডবাহী ট্রাকের চাকায় পিষ্ট হন।

কোতোয়ালি থানার উপপরিদর্শক কৃষ্ণ জানান, ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকটে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!