শিক্ষকের চড়ে ছিঁড়ে গেল ছাত্রের কানের পর্দা

০৮ আগস্ট ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১১:৪৬ AM
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় লোগো ও ভুক্তভোগী শিক্ষার্থী আরিফিন রিফাত

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় লোগো ও ভুক্তভোগী শিক্ষার্থী আরিফিন রিফাত © টিডিসি সম্পাদিত

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের চড়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের কানের পর্দা ছিঁড়ে গুরুতর জখম হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাংলা শিক্ষক গাজী মোমিন উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রভাতি শাখার অষ্টম শ্রেণির ছাত্র আরিফিন রিফাত অসুস্থ অবস্থায় গত ৩ আগস্ট ক্লাসে অংশ নেয়। শ্রেণিকক্ষে অসুস্থতা বেড়ে গেলে সে বেঞ্চে মাথা রেখে ছিল। এসময় বাংলা শিক্ষক গাজী মোমিন উদ্দিন কোনো কথা না শুনেই ডেকে নিয়ে একাধিক চড় দেন। ঘটনার পরপরই রিফাত কান, মাথা ও কাঁধে তীব্র ব্যথা অনুভব করে। একপর্যায়ে তার কান দিয়ে রক্তপাত শুরু হলে সে ক্লাস থেকে বেরিয়ে এক বন্ধুর সহায়তায় কান থেকে রক্ত পরিষ্কার করে। এরপরই তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রিফাতকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাক, কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. হাসানুজ্জামান জানান, রিফাতের কানের পর্দা ছিঁড়ে গেছে এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হলে আগামী তিন মাসের মধ্যে জটিল অস্ত্রোপচার প্রয়োজন। অন্যথায় শ্রবণশক্তি হ্রাসসহ দীর্ঘমেয়াদি জটিলতার আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীর বাবা ফারুকুজ্জামান বলেন, একজন শিক্ষক কীভাবে এমন কাজ করতে পারেন! আমরা এর সঠিক বিচার চাই। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষক গাজী মোমিন উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু বলেন, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না ইরান
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, বেশি প্রতিযোগী ‘সি’ ইউনিটে
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা …
  • ১৫ জানুয়ারি ২০২৬
৫০ বছর অপেক্ষার পর আফকন ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ সেনেগাল
  • ১৫ জানুয়ারি ২০২৬
কলেজ শিক্ষকদের চাকরির শর্তে পরিবর্তন আনল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9