ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা
- ঢাকা আলিয়া প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৬:২৩ PM
চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন। আজ সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বকশিবাজারে বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুইটি গ্রুপ বিক্ষোভ শুরু করেছেন তারা। তারা বলছেন, ‘আমরা চাই আমাদের সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেয়া হোক। পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই। তা না হলে আমাদের এক বছর সময় নষ্ট হবে।’ এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, ৬ লাখ শিক্ষার্থী কীভাবে এক বছরে ফেল করে?
বোর্ড কর্তৃপক্ষ জানায়, অকৃতকার্য শিক্ষার্থীদের একটি পক্ষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চেয়ে বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করছে। অন্য একটি পক্ষ এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড ও কাগজ পত্রের ভুলের সংশোধন চাইছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ‘কলেজ ভর্তির সুযোগ চাই’, ‘সাপ্লিমেন্ট পরীক্ষা চাই,’ ‘এমসিকিউ, সিকিউ মিলে পাস চাই’ সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, শুধু এমসিকিউ অংশে ১-২ নম্বর কম থাকায় তারা ফেল করেছেন। যদিও রচনামূলক অংশে তাদের নম্বর ৪০ থেকে ৫০-এর বেশি। ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন। রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাসের নিয়মের কারণে এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছেন। এ নিয়ম অমানবিক। শিক্ষাব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে।
এর আগের ১০ জুলাই প্রকাশিত ফলাফলে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছেন বলে জানানো হয়। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে তিন লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে।