কাউকে কিছু না বলে চলে গেল এসএসসি পরীক্ষার্থী
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:২২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১০:৪৫ PM
এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় প্রিয়তম রুদ্র (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের কিছু সময় পরেই এ ঘটনা ঘটে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায়।
প্রিয়তম রুদ্র খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফলে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পেরে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের বাবা কাঞ্চন রুদ্র জানান, আমার ছেলে কেন এমন করলো, সেটা এখনও বুঝে উঠতে পারছি না। দুপুরে স্ত্রী ও ছেলেকে একসাথে খেতে দেখেছি। আমি তখন টিভিতে খবর দেখছিলাম, আর প্রিয়তম তার এক সহপাঠীর বাসায় ছিলো। পরে সে ঘরে ফিরে এলে বলি, তোর মামা ফোন করেছে—বলছে তুই নাকি দুই বিষয়ে খারাপ করেছিস। এরপর প্রিয়তম তার মাকে ফোন করবে বলে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর কাঞ্চন রুদ্র অফিসে চলে যান।
তিনি আরও বলেন, অফিসে যাওয়ার পর পরই আমার বোন ফোন করে জানায়, ঘরের দরজা-জানালা সব বন্ধ। ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। পরে টিন কেটে ঘরে ঢুকে দেখা যায়, প্রিয়তম ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের শিক্ষক-সহপাঠীরাও প্রিয়তমের এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।