বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বৈদ্যুতিক স্পার্ক
বৈদ্যুতিক স্পার্ক  © সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত তানভীর মাহাতাব (১৩) একই ইউনিয়নের মো.শাহীনের ছেলে এবং বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।  

বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সোলায়মান জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত পৌনে ৮টার দিকে বিয়ে বাড়ির ছাদে যায় তানভীর। সেখানে সে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে লাগানো ঝাড় বাতিতে অসাবধানতাবশত টান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ