ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ফের রেজিস্ট্রেশনের সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ PM

গতবছর ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর ফলে গতবছর এ তিন শ্রেণির পড়লেও রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ফের রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হল।
এ তারিখের পর পরবর্তীতে কোন অবস্থাতেই উক্তরূপ বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বোর্ড। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। এছাড়াও অন্য বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও এ সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।