প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ নেওয়ার অডিও ভাইরাল 

১১ মার্চ ২০২৫, ০৯:৩৮ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
উপজেলা শিক্ষা অফিস পিরোজপুর

উপজেলা শিক্ষা অফিস পিরোজপুর © সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক সহকারী শিক্ষক কর্তৃক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ঘুষ চাওয়ার কথোপকথনের অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই সহকারী শিক্ষক মো. বেনজির ইসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর গত ২৩ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ জমা দেন।

মো. বেনজির ইসলাম নাজিরপুর উপজেলার ৯৩ নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

লিখিত অভিযোগে সহকারী শিক্ষক বেনজির ইসলামের ভাষ্য, তিনি ছুটিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা কর্মকর্তা অনৈতিকভাবে ওই টাকা ঘুষ হিসেবে দাবি করেছিলেন। টাকা না দিলে তাঁর ক্ষতি করার হুমকি দেন। পরে শিক্ষা কর্মকর্তার নির্দেশ অনুযায়ী বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দেন।

বেনজির ইসলাম আরও বলেন, ‘আমি একজন জাতি গড়ার কারিগর হিসেবে কখনো আশা করিনি যে এ ধরনের আচরণের শিকার হব।’

অভিযোগ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হেনায়ারা খানমের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিল হোসেন বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। তবে বেনজির ইসলামের কিছু অনিয়ম আছে বলেই আমি সহকারী শিক্ষা অফিসার ও ডিপিওর কাছে লিখিত অভিযোগ করেছি।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘আমি নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং যদি প্রমাণিত হয়, তবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব।’

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬