চন্দ্রগঞ্জ সরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫  © টিডিসি ফটো

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫।

সকালের শুরুতেই স্কুল মাঠে নিয়মিত এসেম্বলির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটির কার্যক্রম। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শাহানাজ সুলতানার সভাপতিত্বে এবং মো. জাবেদ হোসেন ও সাহানাজ সুলতানার সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান।

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানউল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম সুমন, ইউপি সদস্য নুর হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবদুন নুর, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. অহিদ মিয়া, সিনিয়র সাংবাদিক মো. মহসীন, সাংবাদিক মো. ইসমত দ্দোহা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সত্তার, ইমাম হোসেনসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। শিশু শিক্ষার্থীরা নানা ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে ছিল তুমুল প্রতিযোগিতা, যা অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।

আগত অতিথিগণ আলোচনা সভায় অনুষ্ঠানের সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বিশেষভাবে উল্লেখ করা হয় বিদ্যালয়ের নিয়মিত এসেম্বলি কার্যক্রম, যা ছিল অসাধারণ। অতিথিরা আরও বলেন, সকল শিক্ষার্থী অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করেছে, যা বিদ্যালয়ের একটি বড় অর্জন।

তারা বলেন, শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমে নয়, ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। এসব কার্যক্রম তাদের মেধা এবং সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence