স্বপ্নচারী তরুণরাই দেশের ভবিষ্যৎ নির্ধারক: আতিউর রহমান

০৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৬ PM
গ্রিন ইউনিভার্সিটিতে বক্তব্য দেন ড. আতিউর রহমান

গ্রিন ইউনিভার্সিটিতে বক্তব্য দেন ড. আতিউর রহমান © টিডিসি ফটো

বাংলাদেশকে তারুণ্যের প্রতীক মন্তব্য করে অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ‘স্বাধীনতা পূর্ব সময়ে রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিস্ময়কর উন্নয়নসহ সর্বত্র এ দেশকে নেতৃত্ব দিয়েছে তরুণরাই। এই স্বপ্নচারী তরুণরাই মুক্তিযুদ্ধের প্রত্যাশা অনুযায়ী আগামীর উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নির্ধারক শক্তি।’ বৃহস্পতিবার ঢাকায় গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে তরুণদের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আতিউর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিন্তায় ও মননে ছিলেন তরুণ। আর তাই স্বাধীন দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েই তিনি দেশকে এগিয়ে নেওয়ার কাজের জন্য তরুণদের প্রস্তুত করতে উদ্যোগী হয়েছিলেন। নিয়েছিলেন শিক্ষাসহ নানা-মাত্রিক যুব-বান্ধব নীতি। বঙ্গবন্ধুর চিন্তা ও আদর্শের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারও বিগত এক দশকে যুব-বান্ধব নীতি কৌশল গ্রহণ করেছে এবং তার বাস্তবায়নকে দিয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে কারিগরি শিক্ষার ওপর তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ নির্মাণের চলমান প্রক্রিয়ায় দেশের তরুণরাই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আইসিটি ভিত্তিক উদ্যোগের ব্যাপক প্রসার এ কথা প্রমাণ করে। দেশব্যাপী ডিজিটাইজেশনের ফলে তরুণরা এক দিকে নিজেরা উদ্যোক্তা হতে পেরেছে।’

এ দেশের তরুণরা প্রকৃত অর্থেই দেশপ্রেমিক তাই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারা অব্যাহত রাখা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এসব বিষয় মাথায় রেখেই তারা জাতীয় নির্বাচনে ভোট দিবে। নিশ্চয়ই তারা স্বপ্নের সোনার বাংলা নির্মাণের চলমান উদ্যোক্তা-বান্ধব উন্নয়ন অভিযাত্রাকে অক্ষুণ্ণ রাখার পক্ষেই থাকবে বলেন মনে করেন তিনি।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬