স্কুল ফুটবল টুর্নামেন্ট খেলার সময় প্রাথমিকের শিক্ষার্থীর মৃত্যু

১০ জুন ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট © সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সময় সামিউল ইসলাম (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় শালখুরিয়া বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সামিউল ইসলাম শালখুরিয়া বেড়ামালিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি তাওহিদুল ইসলাম তৌহিদ বলেন, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তৈতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত খেলা চলছিল। এ সময় ফুটবলে হেড করতে গিয়ে আঘাত পায় সামিউল ইসলাম। এরপর অসুস্থ অবস্থায় তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেডামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা খাতুন বলেন, ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চলছিল। আজ খেলা ছিল বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ও ছোট তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের। সকালে খেলা শুরু হয়। এর পাঁচ মিনিটের মাথায় মাঠের মধ্যে সামিউল নামের শিশুটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকমীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬