সব প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনের নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অধিভুক্ত সরকারি অফিস আকস্মিক পরিদর্শন করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি অধিদপ্তরের সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ইউআরসি ইনস্ট্রাক্টরদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক এস এম আনছারুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মার্চ মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের আওতাধীন সব অফিস ও বিদ্যালয় পূর্ব ঘোষণা না জানিয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।