বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ৩০ এপ্রিল

লিগ্যাল ইন্টার্নশিপ প্রোগ্রাম
লিগ্যাল ইন্টার্নশিপ প্রোগ্রাম  © সংগৃহীত

তিনমাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশসহ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি) এর সদস্য দেশগুলোর শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

‘লিগ্যাল ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর আওতায় ইন্টার্নশিপের সকল খরচ বহন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তরে এ ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে। স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে কোন বয়স সীমা নেই।

পড়ুন তুরস্কে ১ মাসের ইন্টার্নশিপ, আবেদন শেষ ৩০ এপ্রিল

এ ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি, গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া এবং সাম্প্রতিক গবেষণার অভিজ্ঞতা যোগ করতে পারবেন। এছাড়া বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার সময় তাদের আইনি দক্ষতা বাড়াতে সহযোগীতা করবে।

এই প্রোগ্রামের উদ্দেশ্য হল লিগ্যাল ভাইস প্রেসিডেন্সির কর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে বিশ্বব্যাংকের দৈনন্দিন কার্যক্রমের অভিজ্ঞতা প্রদান করা।

আরও পড়ুন বীমায় ‘একচ্যুয়ারি’ ডিগ্রি নিতে যুক্তরাজ্যে পড়ার সুযোগ

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ খরচ বহন করা হবে।
* ইন্টার্নরা হাই-প্রোফাইল ইভেন্ট এবং কনফারেন্সে অংশগ্রহণ করবে।
* শিক্ষার্থীরা লিগ্যাল ভাইস প্রেসিডেন্সির বিশ্বের সেরা পেশাদারদের সাথে আইন অনুশীলন করবে।
* বিশেষ পরিস্থিতিতে ভিসা সহায়তা প্রদান করে।
* হুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার সময় তাদের আইনি দক্ষতা বাড়াতে সহযোগীতা করবে।

আবেদনের যোগ্যতা:

* আইবিআরডি সদস্যভুক্ত রাষ্ট্রের নাগরিক হতে হবে।
* আইন বিষয়ক স্নাতক বা স্নাতকোত্তরের শিক্ষার্থী হতে হবে।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* সিভি (জীবনবৃত্তান্ত)।
* এসওপি।
* কাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* লিগ্যাল ভাইস প্রেসিডেন্সির দ্বারা উত্থাপিত একটি গবেষণা প্রশ্নের উত্তর প্রদানকারী সংক্ষিপ্ত প্রবন্ধ।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ