বীমায় ‘একচ্যুয়ারি’ ডিগ্রি নিতে যুক্তরাজ্যে পড়ার সুযোগ

সিটি ইউনিভার্সিটি, লন্ডন
সিটি ইউনিভার্সিটি, লন্ডন  © সংগৃহীত

একচ্যুয়ারিয়াল সায়েন্স ও একচ্যুয়ারিয়াল ম্যানেজমেন্ট এর উপর দুই বছর মেয়াদী স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের লন্ডনের সিটি ইউনিভার্সিটি ও বায়েস বিজনেজ স্কুল। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়। আগামী ৩০ জুনের মধ্যে আবেদন করা যাবে।

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে এমবিএ করুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

দেশে প্রয়োজনীয় সংখ্যক একচ্যুয়ারি সৃষ্টির লক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। তবে পড়াশোনা শেষে দেশে ফিরে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া নির্ধারিত দু’টি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার পেতে হবে।

ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসার শর্তেেএর আগে গত বছর যুক্তরাজ্যে গেছেন বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী। বীমা বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি ‘একচুয়ারি’ নিতে যান তারা। গত বছরের ১ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বীমা দিবস-২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।

আরও পড়ুন স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কাতারের লুসাইল ইউনিভার্সিটি

সুযোগ-সুবিধাসমূহ:

* একচ্যুয়ারিয়াল সায়েন্স ও একচ্যুয়ারিয়াল ম্যানেজমেন্ট এর উপর দুই বছর মেয়াদী স্নাতকোত্তরের সুযোগ।
* পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে।

আবেদনের যোগ্যতা:

* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* ৩০ জুন পর্যন্ত সর্বোচ্চ ৪০ বছর বয়সীরা আবেদনের যোগ্য।
* ইতোপূর্বে কোনো বৃত্তি পাননি এমন শিক্ষার্থী।
* পড়াশেনা শেষে দেশে ফিরে অন্তত ১০ বছর বীমা খাতের সাথে যুক্ত থাকতে হবে।
* ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস বা টোয়েফল স্কোর জমা দিতে হবে।
* প্রড়াশোনা শেষে দেশে ফিরে আসার ইচ্ছা থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
* সকল একাডেমিক সনদ।
* আইইএলটিএস বা টোয়েফল স্কোর।
* সকল মার্কশিট।
* জাতীয় পরিচয়পত্রের কপি।
* পাসপোর্টের সত্যায়িত কপি।

আবেদন প্রক্রিয়া:
আবেদন পদ্ধতি ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে