জার্মানিতে ২ মাসের এক্সচেঞ্জ প্রোগ্রাম, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি

ইন্টারন্যাশনাল সামার স্টুডেন্টস প্রোগ্রাম
ইন্টারন্যাশনাল সামার স্টুডেন্টস প্রোগ্রাম  © সংগৃহীত

আট সপ্তাহের জন্য স্টুডেন্টস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ ‍দিচ্ছে জার্মানি। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ ফেব্রুয়ারি।

‘ইন্টারন্যাশনাল সামার স্টুডেন্টস প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষার্থীরা জার্মানির বার্লিন শহরের হেলমহোল্টজ-জেনট্রাম ক্যাম্পাসে গবেষণায় অংশগ্রহণ করতে পারবেন। স্নাতকে অধ্যয়নরত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন।

পদার্থবিদ্যা, রসায়ন, বায়োলজি, গণিত বা বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ৪ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

* একটি গবেষণা প্রজেক্ট আট সপ্তাহ কাজ করার সুযোগ।
* অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১ হাজার ৮০০ ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা।
* ভ্রমণ খরচ বাবদ মোট ৫০০ ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকের শিক্ষার্থী হতে হবে।
* বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে।
* স্নাতকে কমপক্ষে ২ বছর অধ্যয়ন করতে হবে।
* ইংরেজি দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথি:

* একাডেমিক জীবন বৃত্তান্ত (সিভি)।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পাসপোর্ট।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ