স্নাতক পড়ুন যুক্তরাষ্ট্রের টেইলর বিশ্ববিদ্যালয়ে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৪:২৫ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২১, ০৪:২৫ PM
জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেয়া যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেয়ার স্বপ্ন পৃথিবীর প্রায় সব প্রান্তের শিক্ষার্থীদেরই। আর দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। যুক্তরাষ্ট্রের টেইলর বিশ্ববিদ্যালয় স্নাতক শ্রেণিতে পড়তে তেমনই একটি বৃত্তি দিচ্ছে।
বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর।
এ স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীরা টেইলর বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার ডলার করে প্রদান করা হবে।
১৮৪৬ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে অবস্থিত টেইলর বিশ্ববিদ্যালয় একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি এ রাজ্যের মধ্যে র্যাংকিংয়ে সেরা অবস্থানে রয়েছে।
সুযোগ-সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* কানসাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পছন্দের যে কোন বিষয় নিয়ে পড়তে পারবেন।
* এ স্কলারশিপের আওতায় ১০ হাজার ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা।
আবেদনের যোগ্যতা:
* উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয়ে ভর্তি হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে।
* এসিটি অথবা এসএটি স্কোর জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে।