সেরা থিসিসের জন্য পুরস্কার দেবে আন্তর্জাতিক জার্নাল ‘ওয়াটার’

সেরা থিসিসের জন্য পুরস্কার দিবে আন্তর্জাতিক জার্নাল ‘ওয়াটার’
সেরা থিসিসের জন্য পুরস্কার দিবে আন্তর্জাতিক জার্নাল ‘ওয়াটার’  © সংগৃহীত

পিএইচডি শিক্ষার্থীদের সেরা থিসিসের জন্য পুরস্কার দিবে আন্তর্জাতিক জার্নাল ‘ওয়াটার’। এজন্য জার্নালটি শিক্ষার্থীদের কাছ থেকে থিসিস পেপার আহ্বান করেছে। অ্যাওয়ার্ডটি পেতে আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

‘দ্যা ওয়াটার ২০২১ বেস্ট পিএইচডি থিসিস’ নামের এই পুরস্কারটির জন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিজয়ীকে ৮০০ সুইজ ফ্রাঙ্ক দেয়া হবে। সম্পাদক বোর্ডের সিনিয়র স্কলারদের সমন্বয়ে একটি মূল্যায়ন কমিটি আবেদনগুলি মূল্যায়ন করবেন।

সুযোগ সুবিধাসমূহ:

• বিজয়ীকে ৮০০ সুইজ ফ্রাঙ্ক দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৭৫ হাজার টাকা মাত্র।

• সনদপত্র দেয়া হবে।

• যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

• পুরস্কার বিজয়ী ২০২২ সালে ওয়াটারে ফ্রি তে জার্নাল পাবলিশ করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

• প্রার্থীকে অবশ্যই পিএইচডি শিক্ষার্থী হতে হবে।

• পিএইচডি থিসিস মূল কাজ হতে হবে।

• থিসিসটি অবশ্যই ১ জানুয়ারী ২০২১ থেকে ৩১ অক্টোবর ২০২১ এর মধ্যে হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:

• পিএইচডি থিসিসের প্রায় ৩০০০ শব্দের একটি সংক্ষিপ্তসার।

• পিএইচডি সুপারভাইজারের থেকে একটি সুপারিশপত্র।

• প্রার্থীর সিভি।

 • থিসিসের একটি স্ক্যান কপি।

আবেদন পদ্ধতি:

প্রার্থীদের অনলােইনে আবেদেন করতে হবে। আবেদনের জন্য ক্লিক করুন এখানে। আর পুরস্কারটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে


সর্বশেষ সংবাদ