বাংলাদেশি শিক্ষার্থীদের ৯০ শতাংশ স্কলারশিপ দেবে ভারতের বিশ্ববিদ্যালয়

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৬ PM
লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি

লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি © ফাইল ফটো

বাংলাদেশি শিক্ষার্থীদের ৮০-৯০ শতাংশ স্কলারশিপ দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। আজ মঙ্গলবার ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালয়ক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর থেকে সম্পূর্ণ আবাসিক এ বিশ্ববিদ্যালয়টিতে ২০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে বিভিন্ন গ্রাজুয়েট এবং মাস্টার্স ও পিএইচডি প্রোগামে ৮০ থেকে ৯০ শতাংশ স্কলারশিপ প্রদানের ঘোষণা দেওয়া হয়।

এর আগে এদিন লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির এক প্রতিনিধি দল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সঙ্গে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের উপ-পরিচালক নিতীশ মহাজন। এসময় ইউজিসির ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও কোলাবরেশন শাখার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া এবং উপ-পরিচালক সুরাইয়া ফারহানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও এলপিইউ এর মধ্যে শিক্ষার মানোন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্য ২০১৮ সালে সমঝোতাটি স্বাক্ষরিত হয়েছিল। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে ২০০-এর অধিক গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ও পিএচডি প্রোগাম চালু রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮০০’র অধিক বাংলাদেশি শিক্ষার্থী প্রকৌশলসহ বিভিন্ন প্রোগামে অধ্যয়ন করছে।

আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬