স্কলারশিপের আশায় ৩ বছরে অনেক রাত ঘুমাইনি

২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩ PM
নিশাত পারভেজ নিশি

নিশাত পারভেজ নিশি

গত তিন বছরে অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি। কেঁদেছি। বাদ পড়ার কান্না। প্রতি বছর ৫-৭টি স্কলারশিপ আর ফেলোশিপে আবেদন করেছি আর বাদ পড়েছি। কোথাও কোথাও ইন্টারভিউ দিয়েও বাদ পড়েছি। টানা ৩ বছর ৫টা কোর্স পড়িয়ে বৃত্তির আবেদন করতে যে কেমন লাগে, এটা যে করে সে জানে!

আমার চোখের পানির সাক্ষী জাহাঙ্গীরনগরের প্রশস্ত দীর্ঘ রাস্তার পাশের গাছগুলো। প্রতিরাতে হাঁটতে বের হয়ে কোন একসময়ে ব্যর্থতার তীরগুলো আমাকে বিদ্ধ করতো, আর চোখের পানি চলে আসতো। প্রতিরাতে আমি অ্যারোপ্ল্যানের বাতিগুলোর দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম আমার দীর্ঘ অপেক্ষার শেষ কি হবে?

ধৈর্য’র চরম পরীক্ষা দিয়ে প্রথমে সিলেক্টেড হলাম আমেরিকান ফুলব্রাইটের একটা ফেলোশিপের জন্য (১৫ আগস্ট ২০১৮)। ৯ মাসের ফেলোশিপ দেখে মন টানছিলো না। আমার প্রফেশনে ভ্যালু অ্যাড করবে না। তবু ভাবলাম নাই মামার চেয়ে কানা মামা ভালো এটাতেই যাবো। এই প্রোগ্রামে যেতে হবে ২০১৯ এর আগস্টে। অনিচ্ছাসত্ত্বেও আবার অন্য বৃত্তির জন্য আবেদন করা শুরু করলাম।

ডিসেম্বরের ১৩/১৪ তারিখে কমনওয়েলথের ভাইভায় পাশ করলাম। কিসের কি? এটা তো মাত্র প্রথম ধাপ। ৩ ধাপের দ্বিতীয় ধাপে বাদ পড়লেই বাদ।

১৬ এপ্রিল প্রোভিশনালি সিলেক্টেড হলাম। শুনলাম এতেও নাকি লাভ নাই। আরো ধাপ আছে। এদিকে এগুলো সংবাদ আপনি না জানাতে চাইলেও মানুষ জানবে এবং আপনাকে টেনশনে ফেলবে। ফুলব্রাইট মেইল পাঠাচ্ছে ভিসার আবেদন করতে অথবা ফেলোশিপ ডিক্লাইন করতে। কমনওয়েলথ কনফার্ম না জেনেও আমি ফুলব্রাইট ডিক্লাইন করেছি। আর প্রায় প্রতিদিন কিসের মধ্য দিয়ে গিয়েছি জানি না।

২৪ জুন কমনওয়েলথ বৃত্তির নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড পেলাম। ভাবলাম আমাকে আর পায় কে? ইমেইলে বলা হলো আরো ধাপ বাকি আছে! জুলাইয়ের ৮ তারিখ স্কলারশিপ কনফার্ম হলো। এবার অপেক্ষা হার্ড কপির। উনি আসলেন দ্রুতই। ভিসার আবেদন করে আবার অপেক্ষা। মানুষজন ৩-৭ দিনে ভিসা পেলো আর আমি পেলাম ১৬ দিনে। তাও আবার প্রচুর জল ঘোলা করে। টিকিট সবাই পেয়েছে ২ দিনে আমি পেয়েছি ৯ দিনে।

এই ব্রেথটেকিং স্টেপসের মধ্যে আমি হাইপ্রেশারের রোগী হয়ে গেলাম। কমনওয়েলথ কমিশন বৃত্তির পাশাপাশি আমাকে অসুস্থতাও উপহার দিলো।

তবুওতো ভালো আমার প্রায় ৪ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। ঈশ্বরের প্রতি আমার কৃতজ্ঞতা, পাড়াগাঁ থেকে উঠে আসা, ১৯ বছর থেকে নিজের ভাগ্য নিজে হাতে নিয়ে চলা, জীবনের প্রতি পদক্ষেপে কঠিন পরীক্ষার স্বীকার হওয়া আমাকে অকৃতি অধম জেনেও যিনি অশেষ করেছেন। আমি ঠিক করেছিলাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তারপর এই কাহিনী লিখবো। তাই পদে পদে আলহামদুলিল্লাহ লেখা আর চেক ইন দেয়ার লোভ সামলেছি। তবে সহকর্মী আর ছোটোরা স্ট্যাটাস দিয়েছে এর মধ্যেই। 

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম ফরম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে ভর্তির ফলাফল হস্তান্তর, জানা গেল প্রকাশ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিলেবাস নিয়ে সভায় এনটিআরসিএ
  • ২৬ জানুয়ারি ২০২৬
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ২৬ জানুয়ারি ২০২৬
দুই যুগ পর ময়মনসিংহ আসছেন তারেক রহমান, ব্যাপক জনসমাগমের প্র…
  • ২৬ জানুয়ারি ২০২৬