বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট © সংগৃহীত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ২০২৬ সালের জন্য শিল্পীদের মেধাবী সন্তানদের যষ্ঠ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করবে। একই সঙ্গে শিল্পকর্মে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের শিল্পকর্ম সংশ্লিষ্ট বিষয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্যও বৃত্তি দেওয়া হবে। এ লক্ষ্যে নির্ধারিত শর্ত সাপেক্ষে আবেদন আহবান করা হয়েছে।
বৃত্তির জন্য শর্তসমূহ:
১. শিল্পীরা শিল্পকর্মের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে এমফিল/পিএইচডি কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
২. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও প্রচলিত কোনো শাখার শিল্পী/সাহিত্যিক হতে হব।
৩. শিল্প/সাহিত্যকর্ম বিকাশে মৌলিক/বিশিষ্ট অবদান রেখেছেন এমন শিল্পী বা তার সন্তান বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন;
৪. আবেদনকারী শিল্পীর নামে একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।
৫. শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি এবং শিল্পীদের মেধাবী সন্তানের শিক্ষার জন্য বৃত্তি প্রত্যাশী শিল্পীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
৬. আবেদন ফরম বিনামূল্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moca.gov.bd) ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট (www.shilpitrust.portal.gov.bd)-এ পাওয়া যাবে। আবেদন ফরমের ফটোকপি গ্রহণযোগ্য;
৭. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ১২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে;
৮. দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, স্থায়ী ঠিকানার অনুকূলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের সনদের কপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের কপি, ব্যাংক হিসাবের চেকের প্রথম পাতার ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।