মালয়েশিয়ায় ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ ফয়সাল
- তা’মীরুল মিল্লাত প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ AM
মালয়েশিয়ারতে উচ্চশিক্ষার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ ফয়সাল। তিনি ২০২৪ সেশনে তা’মীরুল মিল্লাত সাংবাদিক ফোরামের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। একই সালে ফয়সাল আলিম পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এর পর কঠোর প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়া অতিক্রম করে তিনি স্কলারশিপের জন্য নির্বাচিত হন।
স্কলারশিপের আওতায় তার সম্পূর্ণ টিউশন ফি, আবাসন এবং অন্যান্য একাডেমিক ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সুযোগকে তার উচ্চশিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ফয়সাল বলেন, ‘এই অর্জন আমার দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার ফল। ইনশাআল্লাহ, উচ্চশিক্ষা শেষে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। এই যাত্রাপথে তা’মীরুল মিল্লাত সাংবাদিক ফোরাম আমাকে সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়েছে।’
তা’মীরুল মিল্লাত সাংবাদিক ফোরামের দায়িত্বশীলরা ফয়সালের এ অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তার এই সাফল্য সংগঠন এবং দেশের জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।’
এদিকে ফয়সালের পরিবার ও স্বজনরা তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তার আগামীর শিক্ষাজীবনের জন্য দোয়া কামনা করেছেন।