ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিটের জন্য বৃত্তি, আবেদনের বাকি ৮ দিন

০৭ এপ্রিল ২০১৯, ০২:০৪ PM

২০১০ থেকে ১৯৬টি দেশের তরুণদের জন্য কাজ করছে ওয়ান ইয়ং ওয়ার্ল্ড। এবার তরুণদের জন্য তারা আয়োজন করেছে যুক্তরাষ্ট্রে ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিটের জন্য বৃত্তি। এ বছরই OYW এই বৃত্তিটির আয়োজন করেছে। এই বৃত্তিটি দেওয়া হবে ব্যাকগ্রাউন্ড, দক্ষতা এবং জাতীয়তার উপর ভিত্তি করে। ইউরোপ, এশিয়া, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও প্যাসিফিক এই ৬টি অঞ্চলের তরুণ লিডাররা এতে আবেদন করতে পারবেন।

সুযোগ সুবিধাসমূহ
ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণের সুযোগ।
হোটেলে থাকার সুবিধা দেওয়া হবে।
খাবারের ব্যবস্থা করা হবে।
হোটেল থেকে সামিটের ভেন্যুতে যাওয়ার খরচও দেওয়া হবে।
বিভিন্ন হ্যান্ডআউট এবং ম্যাটেরিয়ালস দেওয়া হবে।
লন্ডনে আসা এবং যাওয়ার খরচ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ইতিবাচক পরিবর্তন আনার প্রমাণিত ইচ্ছা থাকা চাই। নেতৃত্বের যোগ্যতা ও প্রভাবশালী এবং উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করার ইচ্ছা থাকতে হবে।

আবেদনের নিয়ম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক: https://www.oneyoungworld.com/news-item/scholarships-oyw2019-are-now-live

আবেদনের শেষ তারিখ: এপ্রিল ১৫, ২০১৯ (৮ দিন বাকি)

ট্যাগ: বৃত্তি
ডানপন্থীদের সমালোচনা করা বাম-মধ্যমপন্থীদের অনেকেই নারী হয়রা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইডব্লিউইউ এবং ইউআইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৬ জানুয়ারি ২০২৬
৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শুরুর পর গুগল সার্চে এগিয়ে কোন দল?
  • ২৬ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাকিস্তানের, নিষেধাজ্ঞার …
  • ২৬ জানুয়ারি ২০২৬