তুরস্ক সরকার বৃত্তি: আবেদনের বাকি আর দুইদিন

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৫ PM

© সংগৃহীত

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে তুরস্কে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়নের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ আবেদনের বাকি আছে আর মাত্র দুইদিন। পিএইচডি, স্নাতকোত্তর ও স্নাতক (সম্মান)’র আবেদন প্রক্রিয়া চলতি বছরের ১৫ জানুয়ারী থেকে শুরু হয়েছে। যা শেষ হবে আগামীকাল বুধবার। তুরস্ক সরকার প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশের শিক্ষার্থীদের দেশটির খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ করে দেয়। 


সুযোগ সুবিধাসমূহ:

বৃত্তির অধীনে যা যা থাকবে (সম্পূর্ণ তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন):

(১) সম্পূর্ণ টিউশন ফি

(২) মাসিক খরচ: অনার্স ৭০০ লিরা, মাস্টার্স ৯৫০ লিরা, পিএইচডি ১৪০০ লিরা

(৩) আসল কোর্স শুরু হওয়ার আগে একবছর ফ্রি তুর্কি ভাষার কোর্স

(৪) সরকারী ডর্মিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা

(৫) আসা-যাওয়ার বিমান টিকেট

(৬) হেল্থ ইনস্যুরেন্স

 আবেদনের যোগ্যতা:

আবেদন করার জন্য যেসব যোগ্যতা থাকা লাগবে

(১) আপনি তুরস্কের নাগরিক না

(২) তুরষ্কের কোন বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হন নাই

(৩) গড় নম্বর ৭০%; তবে মেডিকেল ছাত্রদের ক্ষেত্রে ৯০%

বয়স:

স্নাতকের জন্য আবেদন করতে বয়স হতে হবে ২১ বছরের নিচে।

স্নাতকোত্তর জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩০ বছরের নিচে।

পিএইচডির জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩৫ বছরের নিচে।

রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে বয়স হতে হবে ৪৫ বছরের নিচে।

যে সকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশী শিক্ষার্থীসহ সকল দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার
  • ২৬ জানুয়ারি ২০২৬
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬