লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তির ঘোষণা ইবি ছাত্রশিবিরের, পাবে ভিন্নধর্মাবলম্বীরাও

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাসিক লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তির ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

মাহমুদুল হাসান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের শিক্ষাবৃত্তি চালু ছিল। তবে এবছর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নিয়েছি। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। এটি অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। সর্বোপরি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমরা আমাদের ইতিবাচক কাজের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

এসময় তিনি আরও বলেন, আমাদের প্রকল্পে যে কোনো ধর্মের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষার্থী যোগ্য হলে অবশ্যই সে শিক্ষাবৃত্তির আওতায় আসবে ইনশাআল্লাহ। 

এই কর্মসূচির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (স্নাতক) ছাত্র-ছাত্রীদের এক বছরে প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা এবং সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চতুর্থ দফা ‘ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এটির আয়োজন করা হয়েছে।

আবেদনকারীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে। অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন। অভিভাবকের বাৎসরিক আয় ২,৪০,০০০ টাকার কম হতে হবে। অসত্য তথ্যের সন্নিবেশ কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং নবীন শিক্ষার্থীদের সিজিপিএ এর পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ দিয়ে আবেদনপত্র পূরণ করার জন্য বলা হয়েছে।

শিক্ষাবৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে গুগল ফর্মে আবেদন জমা দেওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। 

আবেদনের ফর্ম পাওয়া যাবে এই লিংকে

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9