বিদেশে উচ্চশিক্ষা—জেনে নিন বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি স্কলারশিপ সম্পর্কে

০৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
২০২৫ সালের শুরুতেই আবেদন করতে পারবেন ইরাসমাস মুন্ডাস, কেএনবি এবং আইডিবি স্কলারশিপে

২০২৫ সালের শুরুতেই আবেদন করতে পারবেন ইরাসমাস মুন্ডাস, কেএনবি এবং আইডিবি স্কলারশিপে © প্রতীকী ছবি

২০২৫ সালের শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বেশ কিছু মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। এসব স্কলারশিপ শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তা-ই প্রদান করে না, বরং তাদের বৈশ্বিক অভিজ্ঞতা ও শিক্ষাগত উৎকর্ষ সাধনের পথও উন্মুক্ত করে। বছরের শুরুতেই আবেদনযোগ্য এরূপ ৩টি স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। 

১. ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য পাড়ি জমান ইউরোপে। দুই বছর মেয়াদি এ বৃত্তিতে চার সেমিস্টারে ইউরোপের চারটি দেশে পড়ার সুযোগ মিলবে। প্রতিটি দেশ থেকেই আলাদা মাস্টার ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হয়। 

আবেদনের সময়—

আবেদনের সময় তিন রকম। যেমন:

*ক্যাপাসিটি বিল্ডিং ফর হায়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশনে আবেদনের শেষ সময় ৮ ফেব্রুয়ারি;

*ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) অ্যাকশনে আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি;

*ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশনে আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারি;

সুযোগ-সুবিধা—

*শতভাগ টিউশন ফি ওয়েভার;

*মাসে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো উপবৃত্তি দেবে ২ বছর;  

*যাতায়াত ভাতা প্রদান করবে; 

*সেমিস্টার শেষে এক দেশ থেকে অন্যত্র যাওয়ার জন্য আন্তর্জাতিক বিমানের টিকেট;

এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম, সুতরাং আবেদনকারীদের ভালো একাডেমিক রেকর্ড, ভাষাদক্ষতা ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

আরও পড়ুন: অক্সফোর্ড-হার্ভার্ডসহ বিশ্বের সেরা ২৪ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সুযোগ

২. ইন্দোনেশিয়ার কেএনবি স্কলারশিপ

ইন্দোনেশিয়ান সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হচ্ছে ‘বিয়াসিসওয়া কেমিত্রান নেগারা বার্কেমবাং (কেএনবি)’ স্কলারশিপ। দেশটির ৩১টি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই স্কলারশিপ নিয়ে ১ হাজার ৪৭৫টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনা করা যায়।

আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি;

সুযোগ-সুবিধা—

*প্রতি মাসে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে;

*সব ধরনের বই ও অন্যান্য শিক্ষাসামগ্রীর জন্য একটি নির্দিষ্ট অর্থ প্রদান করে;

*বিমান খরচসহ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত খরচ প্রদান করবে;

*ডরমিটরিতে থাকার সুবিধা দেবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;

*স্নাতকের জন্য সর্বোচ্চ ২১ বয়স, স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩৫ এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে; 

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (টোয়েফল আইটিপি ৪৭৭, টোয়েফল আইবিটি ৫৩, আইইএলটিএস ৫ দশমিক ৫, টোয়িক ৫১০ স্কোর অর্জন করতে হবে);

*ইন্দোনেশিয়ান দূতাবাস বা ইন্দোনেশিয়ান কনস্যুলেট জেনারেল থেকে কেএনবি স্কলারশিপের জন্য আবেদন করতে সুপারিশপত্র প্রদান করতে হবে;

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়

৩. ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) স্কলারশিপ

বিশ্বের অন্যতম বৃহত্তম একটি স্কলারশিপ হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ। বৃত্তিমূলক শিক্ষার জন্য সর্বাধিক অর্থায়নের একটি স্কলারশিপ এটি। এ স্কলারশিপের জন্য আবেদন করতে কোনো ফি লাগে না। সদস্যরাষ্ট্রের শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণায় উচ্চপ্রযুক্তির জন্য মেধাবৃত্তি কর্মসূচি (এমএসপি) ও আইডিবি-আইএসএফডি কর্তৃক স্নাতক ডিগ্রি, কারিগরি ও কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণে এ স্কলারশিপ প্রদান করা হয়।

আবেদনের সময়: জানুয়ারি-এপ্রিল;

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেয়;

*মাসিক উপবৃত্তি প্রদান করে;

*স্বাস্থ্য ভাতা প্রদান করে;

*বিমানে যাতায়াতের খরচ প্রদান করে;

*থিসিস ভাতা প্রদান করে;

আবেদনের যোগ্যতা—

*আইএসডিবি সদস্যদেশের নাগরিক হতে হবে বা অ-সদস্য দেশগুলোর মুসলিম সম্প্রদায়ের হতে 
  হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে;

*মেডিকেল টেস্টে ফিট থাকতে হবে;

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ২ কর্মকর্তা গ্রেফতার
  • ১২ জানুয়ারি ২০২৬
রোহিঙ্গাদের জন্য ২.৯ মিলিয়ন ডলার অনুদান দি‌য়ে‌ছে সুইডেন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তারা যেন মা-বউয়ের কাছে মাফ …
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে …
  • ১২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষায় কোন ইউনিটে কত প্রার্থী
  • ১২ জানুয়ারি ২০২৬
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের আটকের বিষয়ে যা জানা গেল
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9