শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের সুযোগ এইচএসসি ও স্নাতক পড়ুয়াদের

০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
এইচএসসি ও স্নাতক পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক পিএলসি

এইচএসসি ও স্নাতক পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক পিএলসি © সংগৃহীত

সোনালী ব্যাংক পিএলসি এইচএসসি ও স্নাতক পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দেবে। এ লক্ষ্যে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা, ২০২৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক পিএলসি। 

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দরিদ্র মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড়/দ্বীপ/চর-এর শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মেধাবী সন্তান, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসির শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

*২০২৩ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত হতে হবে; অথবা,

*২০২৩ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত হতে হবে;

*এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৪.৫০, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ-৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটার শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৪.৫০, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ-৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

আরও পড়ুন: দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দিচ্ছে সরকার

আবেদনের শর্তাবলি—

*শুধু দরিদ্র শিক্ষার্থী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী/শারীরিক প্রতিবন্ধী/এতিম/অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান আবেদন করতে পারবেন;

*যেসব শিক্ষার্থীর পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০ টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতিত) বেশি নয় তারা আবেদন করতে পারবেন;

*স্বচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই;

বৃত্তির পরিমাণ—

সোনালী ব্যাংক পিএলসি প্রার্থীদের এককালীন ১০,০০০ টাকা করে প্রদান করবে; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে দরকারি তথ্য পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ ডিসেম্বর ২০২৪;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্কে আইসিসি
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই আলেম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ে সিলে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৭ …
  • ৩১ জানুয়ারি ২০২৬
হরিণাকু্ন্ডু উপজেলা সমিতির নতুন সভাপতি ড. এম এ মজিদ, সম্পাদ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬