বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল আল-আজহার বিশ্ববিদ্যালয়

বাকুর রিটজ কার্লটন হোটেলে ড. আহমেদ আল তাইয়েবের সঙ্গে সৌজন্য সাক্ষাত
বাকুর রিটজ কার্লটন হোটেলে ড. আহমেদ আল তাইয়েবের সঙ্গে সৌজন্য সাক্ষাত  © সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ অর্থায়নসহ বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে ড. আহমেদ আল তাইয়েবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা গ্রহণ করেন।

এসময় গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব অধ্যাপক ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং ঘোষণা করেন যে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ চালু করা হবে। 

গ্র্যান্ড ইমাম বলেন, আপনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ উন্নতির নতুন মাত্রায় পৌঁছাবে। আমি আপনাকে স্যালুট জানাই।

অধ্যাপক ইউনূস গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তাকে বাংলাদেশে সাম্প্রতিক সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। 

সাক্ষাৎকালে গ্র্যান্ড ইমাম অধ্যাপক ইউনূসের সামাজিক সেবা, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম, এবং দারিদ্র্য দূরীকরণে তার অবদানের প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' উপহার দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence