বৃত্তি নিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষা, শেষে রয়েছে চাকরির সুযোগ

৩০ অক্টোবর ২০২৪, ০২:১২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
বৃত্তি নিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষা

বৃত্তি নিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষা © সংগহৃীত

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রভাবশালী পরাশক্তি রাশিয়া। দেশটির ৫০% এরও বেশি মানুষ উচ্চশিক্ষা নিতে পারে। এছাড়া প্রতিবছর ২ লাখের বেশি অন্যান্য দেশের শিক্ষার্থীরা দেশটিতে পড়তে যান। বিশ্বের নামিদামী বিশ্ববিদ্যালয় এবং খ্যাতিমান অ্যাকাডেমিশানরা থাকায় রাশিয়ার উচ্চশিক্ষার আলাদা মূল্যায়ন তৈরি হয়। দেশটির বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রিগুলোও বিশ্বব্যাপী স্বীকৃত।

বহুজাতিক কোম্পানিগুলোতে রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আসা ইন্টার্ন ও স্নাতকদের ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়। রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য অধ্যয়ন ও স্টুডেন্ট ভিসা আবেদন পদ্ধতি, খরচ, স্কলারশিপসহ নানা বিষয় জেনে নেওয়া যাক।

কেন যাবেন রাশিয়া
রাশিয়া ঐতিহাসিকভাবে ব্যালে নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, চিত্রকলা এবং সাহিত্যের মতো শিল্পে শ্রেষ্ঠত্বের জন্য সুপরিচিত। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬৫০ এরও অধিক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। গুণগত মানের দিকে বেশি জোর দেওয়ায়, বিশ্বের সেরা স্কলারদের কাছে শেখার সুযোগের কারণে চাকরির বাজারে রাশান গ্রাজুয়েটদের শক্তিশালী অবস্থান রয়েছে।

তাই যারা সৃজনশীল বিষয়ে এবং বাহিরের দেশের ডিগ্রী নিয়ে ক্যারিয়ার গঠনে ইচ্ছুক তাঁদের জন্য রাশিয়া উত্তম গন্তব্য। 

রাশিয়ার সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়সমূহ

১. মস্কো স্টেইট ইউনিভার্সিটি
২. আলটায় স্টেট ইউনিভার্সিটি
৩. কাজান ইউনিভার্সিটি
৪. ডুবনা ইউনিভার্সিটি
৫. চেলিয়াবিনস্ক স্টেট ইউনিভার্সিটি
৬. ইরকুটস্ক স্টেট ইউনিভার্সিটি
৭. বাউম্যান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি
৮. দি রাশিয়ান স্টেট হিউম্যানিটিস ইউনিভার্সিটি
৯. সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি
১০. পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া
১১. হায়ার স্কুল অফ ইকোনমিক্স
১২.মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি
১৩. টমস্ক স্টেট ইউনিভার্সিটি
১৪. নভোসিবিরস্ক স্টেট ইউনিভার্সিটি 
১৫. ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এমইপিএইচএল (মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইনস্টিটিউট)।

রাশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের জনপ্রিয় বিষয়
শিল্প, সাহিত্য, নৃত্য, সঙ্গীত এবং চিত্রকলা, বিজ্ঞান ও প্রযুক্তি, বিজনেস স্টাডিজ, মেডিকেল সায়েন্স, মানবিক এবং সামাজিক বিজ্ঞান ও ইতিহাস।

উল্লেখ্য, রাশিয়ায় বেশির ভাগ কোর্স রুশ ভাষায় হলেও আপনি ইংরেজী ভাষার কোর্সও খুঁজে পাবেন। কিন্তু এজন্য আপনি অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কনফর্ম হয়ে নেবেন, যেন এই দেশে এসে বিপদে না পড়তে হয়।

টিউশন ফি, বৃত্তি
রাশিয়া তুলনামূলকভাবে কম খরচে ব্যবহারিক-সম্পন্ন মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। কিস্টোন অনুসারে, প্রতি বছর রাশিয়ায় স্নাতক ডিগ্রির জন্য সম্ভাব্য খরচ ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার রুবল। এটি ২ লাখ ৭০ হাজার ৮৭৩ থেকে ২ লাখ ৯৫ হাজার ৪৯৭ টাকার সমতুল্য। মাস্টার্স প্রোগ্রামের জন্য বার্ষিক বাজেট ২ লাখ ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার রুবল পর্যন্ত। বার্ষিক খরচ ৭২ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার রুবল স্নাতকোত্তর কোর্সের জন্য। ১ রুবল সমান ১ টাকা ২৪ পয়সা (২০ অক্টোবরের হিসাবে)।

গত দশক থেকে রাশিয়া অন্যদেশের ছাত্রদের জন্য বিপুলসংখ্যক বৃত্তি প্রদান করে আসছে। একাডেমিক ফলাফল ভালো থাকলে বৃত্তির সুযোগ বেশি। 

জীবনযাত্রার খরচ কম
রাশিয়াতে খুবই গর্জিয়াস জীবন যাপন করেও ব্যয় তুলনামূলক কম। রাশিয়ার বিভিন্ন শহরে জীবনযাত্রার খরচ ভিন্ন রকম। লিপস্কলার অনুসারে, প্রধান কয়েকটি শহরের মাসিক জীবনযাত্রার খরচ (বাড়ি ভাড়া ছাড়া) নিম্নে দেওয়া হলো— মস্কোতে ৫৬ হাজার ৫০০ রুবল, কাজানে ৪৩ হাজার ৪০০ রুবল, সেন্ট পিটার্সবার্গে ৫০ হাজার ১৪৮ রুবল, নোভোসিবিরস্কোতে ৪৪ হাজার ৩২২ রুবল, কালিনিনগ্রাদে ৪৩ হাজার ২৫৭ রুবল। তবে বাসস্থানের ক্ষেত্রে মস্কো অপেক্ষা কাজান বা ইয়েকাটেরিনবার্গের মতো ছোট শহরগুলোতে ভাড়া অনেক সাশ্রয়ী।উপরন্তু, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের তুলনায় অধিক ব্যয়বহুল। ডর্মিটরিগুলোর ভাড়া মাসে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ৫ হাজার রুবল পর্যন্ত হতে পারে। নাম্বিও ডাটাবেজ অনুসারে, শহরের প্রাণকেন্দ্রে ১ বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া পড়তে পারে মাসে ২২ থেকে ৯৪ হাজার ৩৯ রুবল। সেখানে শহর থেকে একটু দূরে একই অ্যাপার্টমেন্ট ভাড়া ১৫ থেকে ৫৪ হাজার ৮৩০ রুবল।

চাকুরির সুযোগ
ডিগ্রি শেষ করার পর, আপনাকে কাজ খোঁজার সুযোগ দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি নিয়োগপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে আসতে পারেন তাহলে আপনি কাজের ভিসা পাবেন। তিন বছর পর ওয়ার্কিং ভিসার সঙ্গে শেষ পর্যন্ত আপনি রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যাইহোক, আপনি রাশিয়ায় যে ডিগ্রি-বিষয় অধ্যয়ন করেছেন তার সঙ্গে চাকরির সরাসরি সম্পর্ক থাকতে হবে।

এছাড়া পারমিট অনুসারে আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরে প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে ২০ ঘণ্ট কাজের অনুমতি পান। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলো ছাত্রদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রাখে। জীবনযাত্রার খরচের মতো কাজের ঘণ্টাপ্রতি পারিশ্রমিকও শহর ভেদে ভিন্ন রকম হয়ে থাকে। লিপস্কলার অনুযায়ী রাশিয়ার জনপ্রিয় কয়েক খণ্ডকালীন চাকরির ঘণ্টাপ্রতি গড় রেট নিম্নরূপ:
*ইংরেজি ভাষা শিক্ষক: ৮৫৭ থেকে ৪ হাজার ৪৩২ রুবল
*হসপিটালিটি স্টাফ: ৫০০ থেকে ১ হাজার রুবল
*খুচরা বিক্রয় সহকারী: ৪৪৩ থেকে ১ হাজার রুবল

উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিবেন যেভাবে

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
* পাসপোর্ট (কমপক্ষে ২০ মাসের মেয়াদসম্পন্ন)
* সদ্য তোলা ছবি। (আকার ৩ দশমিক ৫x৪ দশমিক ৫ সেন্টিমিটার)
* শিক্ষাগত যোগ্যতার  সনদ ও মার্কশিট; 
* স্নাতকোত্তরের জন্য স্নাতকের প্রশংসাপত্র ও গ্রেডশিট
* মেডিকেল ডকুমেন্টস
* ভাষার দক্ষতা পরীক্ষার স্কোর: আইইএলটিএস ৬ দশমিক ৫ বা টোফেল ৯২ (প্রোগ্রামের ওপর নির্ভর করে)
* স্টেটমেন্ট অব পারপাস
* সিভি ও মোটিভেশনাল লেটার
* পিএইচডি জন্য গবেষণা প্রস্তাব
* লেটার অব রিকমেন্ডেশন (এলওআর)

উল্লেখ্য, যে নথিগুলোর ভাষা ইংরেজি নয়, সেগুলো জাতীয়ভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে অনুবাদ এবং নোটারাইজ করে নিতে হবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় পছন্দের শীর্ষে কানাডা, দেখুন সেরা ১০ বিশ্ববিদ্যালয়

আবেদনের উপায়
রুশ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন গ্রহণের প্রধান মৌসুম হচ্ছে ফল সেমিস্টার। এ ক্ষেত্রে আবেদনের সময় থাকে আগের বছরের ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত। ভর্তির যাবতীয় কার্যক্রম শেষে ক্লাস শুরু হয় সেপ্টেম্বরে। কয়েকটি বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারি বা মার্চ মাস তথা স্প্রিং সেমিস্টারেও ক্লাস শুরু করে থাকে। স্প্রিংয়ের জন্য আবেদনের সময়সীমা থাকে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত।

এই দুই মৌসুমের বাইরে রাশিয়ায় রোলিং ইন্টেকও রয়েছে, যেখানে সারা বছর ধরেই চলে কোর্সে নিবন্ধন। আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের মধ্যে যাদের ভিসা প্রক্রিয়াকরণে বেশ কালক্ষেপণ হয়ে যায়, তাদের জন্য এই ইন্টেকটি যথেষ্ট উপকারে আসে।

বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন জমা নেয়। এর জন্য আবেদনকারীদের তাদের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই অ্যাকাউন্টেই দরকারি নথিপত্র আপলোডসহ আবেদন জমা করা যায়।

নথি যাচাইয়ের প্রথম ধাপে উতড়ে গেলে শিক্ষার্থীকে অনলাইন পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এই শেষ ধাপে কৃতকার্য হলেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভর্তির নির্দেশনা দিয়ে প্রথম সেমিস্টারের ফি প্রদান করতে বলে। ফি পরিশোধের পরেই শিক্ষার্থীকে মনোনীত করা হয় ইনভাইটেশন বা অফার লেটারের জন্য। এই লেটারটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইস্যু করে মূলত রাশিয়ান ফেডারেশনের ফেডারেল মাইগ্রেশন সার্ভিস।

সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9