স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি, থাকছে ২৪ লাখ টাকা

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি  © সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং গবেষণা ডক্টরেট প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ফ্লিন্ডার ইউনিভার্সিটি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি ব্রিটিশ ন্যাভিগেটর ম্যাথিউ ফ্লিন্ডার্সের সম্মানে নামকরণ করা হয়েছিল। ম্যাথিউ ফ্লিন্ডার্স উনিশ শতকের গোড়ার দিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলরেখা অন্বেষণ ও জরিপ করেছিলেন।

‘অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (এজিআরটিপিএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগমী ১৮ আগস্ট ২০২৪।

সুযোগ-সুবিধাসমূহ:
*  শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রোগ্রাম চলাকালীন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিবছর ৩৩ হাজার ৯৯০ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে। (বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৪ লাখ ৫৭ হাজার ৩০৬ টাকা)।
* এছাড়াও চিকিৎসা ভাতা, বিমান ভাড়া এবং গবেষণা ভাতা প্রদান করা হবে।

বিনা খরচে স্নাতকোত্তর পড়ুন হাজারো দ্বীপের দেশ অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতাসমূহ:
* অস্ট্রেলিয়ার একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে গবেষণার স্নাতকোত্তর বা গবেষণা ডক্টরেট কোর্সে নথিভুক্ত হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* বিষয়ভেদে দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইএলটিএস একাডেমিক-এ ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে 
  হবে। 

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপের সেরা ১০ স্কলারশিপ

প্রয়োজনীয় নথিপত্র:
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইএলটিএস স্কোর। 
* রিসার্চ প্রপোজাল।
* আবেদনকারীর সিভি।
* অন্যান্য পেপারস (যদি থাকে)। 
* আবেদন ফি হিসেবে ৭০ অস্ট্রেলিয়ান ডলার (অফেরতযোগ্য), যা প্রায় ৫ হাজার বাংলাদেশী টাকা।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন   


সর্বশেষ সংবাদ