বিনামূল্যে স্নাতক ও স্নাতকোত্তর স্কলারশিপ দিচ্ছে পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়

০৩ জুলাই ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
 শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায়নের সুযোগ দিচ্ছে পোল্যান্ডের ভিসটুলা বিশ্ববিদ্যালয়। ‘ভিসটুলা ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ’- এর আওতায় বিশ্বের ৭০ জন্য মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীকে দেয়া হবে যারা একাডেমিকে ভালো ফল অর্জন করেছে ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থেকে নেতৃত্বের গুণাবলী লাভ করেছে। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ জুলাই ২০২৪।

ভিসটুলা বিশ্ববিদ্যালয়টি পোল্যান্ডের ওয়ারশ শহরে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির একটি নন পাবলিক বিশ্ববিদ্যালয়। ব্যবসা শাখায় উচ্চতর গবেষণায় কাজ করে প্রতিষ্ঠানটি।

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। 
* আবাসন সুবিধা প্রদান করা হবে।
* স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
* বিশ্ববিদ্যলয়ের যেকোন ডিসিপ্লিনে পড়ার সুযোগ। 
* একডেমিক ভালো ফলের উপর রয়েছে আরো অনেক উপবৃত্তি।

যোগ্যতা
* পোল্যান্ডের শিক্ষার্থীরা এ বৃত্তির যোগ্য নন।
* আবেদনকারী শিক্ষার্থীর একাডেমিকে ৯০ শতাংশ নম্বর থাকতে হবে
* ভালো ফলধারী ও সহশিক্ষা কার্যক্রমে ‍যুক্ত থাকতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদান করতে হবে। আইইএলটিএসে ব্রান্ড স্কোর ৬ তুলতে হবে।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

ভিসটুলা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ব্রাজিল

আবেদনে প্রয়োজনী ডকুমেন্ট
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট। 
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাবি ‘বি’ ইউনিটে সেরা এমএম কলেজের ঐশী, অ-বাণিজ্যে প্রথম শুক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage