স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে, থাকছে আবাসন সুবিধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৩:০৩ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৪, ০৩:৫৯ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন। ‘আইওই সেনটেনারি মাস্টার্স স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিতদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংক অনুযায়ী নিম্ন বা নিম্নমধ্যম আয়ের দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩ মে ২০২৪।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) হচ্ছে লন্ডনে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় এবং ফেডারেল লন্ডন বিশ্ববিদ্যালয় এর একটি অন্যতম প্রাচীন কলেজ। এটি যুক্তরাজ্যের সব থেকে বড় স্নাতকোত্তর প্রতিষ্ঠান এবং পৃথিবীর বহুবিষয়ে অগ্রগামী গবেষণা বিশ্ববিদ্যালয়ের একটি।
সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* আবাসন সুবিধা প্রদান করবে।
* তবে লন্ডনে জীবিকা নির্বাহ, ভ্রমণ বা অন্য কোনো খরচ বহন করবে না।
আবেদনের যোগ্যতা
* বিশ্বব্যাংক অনুযায়ী, একটি যোগ্য নিম্ন বা নিম্নমধ্যম আয়ের দেশে বসবাসকারী শিক্ষার্থী হতে হবে।
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।
* স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।
আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া, মাসে থাকছে ১১ হাজার টাকা
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন