স্নাতকোত্তর করুন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আবেদন শেষ ২৯ ফেব্রুয়ারি

স্নাতকোত্তর করুন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
স্নাতকোত্তর করুন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। এ স্কলারশিপের আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের সেরা ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে।

প্রতিবছর শিক্ষার্থীদের দুইটি সময়ে এই স্কলারশিপের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়। অ্যাপ্লিকেশন উইন্ডো-১ এর সময়সীমা জানুয়ারির ১৫ থেকে শুরু হয়েছে।  শেষ হবে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ এ। অ্যাপ্লিকেশন উইন্ডো-২ এর সময়সীমা ২৫ মার্চ থেকে ২৪ মে, ২০২৪ পর্যন্ত।

‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা ও বিষয় দেখতে ক্লিক করুন

সুযোগ-সুবিধাসমূহঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* চিকিৎসা বীমা
* মাসিক উপবৃত্তি দেয়া হবে। যার মাধ্যমে আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে।

অক্সফোর্ড, হার্ভার্ড, স্ট্যানফোর্ডসহ ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

Stanford University Scholarship Program 2024-25, USA

যোগ্যতাসমূহঃ- 
* বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে। 
* কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।
* সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* আবেদনের তারিখের কমপক্ষে ৩ বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে।
* স্নাতকের পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* উন্নয়ন সম্পর্কিত কাজের সাথে যুক্ত থাকতে হবে।
* সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে

যেসব খরচ নিজে বহন করতে হবেঃ-  
* ভিসা আবেদনের খরচ।
* পরিবারের সদস্যদের খরচ।
* অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ।
* স্টাডি প্রোগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ
* গবেষণা সংক্রান্ত খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম যেমন কম্পিউটার।
* আবাসিক পারমিট ফি।

অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence