টিউশন ফিসহ স্কলারশিপ নিয়ে পড়ুন রাশিয়ায়, আবেদন শেষ ১০ ডিসেম্বর

২৭ নভেম্বর ২০২৩, ০১:৩৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
টিউশন ফিসহ স্কলারশিপ নিয়ে পড়ুন রাশিয়ায়

টিউশন ফিসহ স্কলারশিপ নিয়ে পড়ুন রাশিয়ায় © সংগৃহীত

উচ্চশিক্ষা গ্রহণে বর্তমানে শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ হলো রাশিয়া। শিক্ষা, গবেষণা, খেলাধুলা, ভ্রমণ, স্থাপত্যকর্মসহ বিভিন্ন বিষয়ে রাশিয়া দিন দিন বেশ বিখ্যাত হয়ে উঠছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে রাশিয়ান সরকার। 

‘ওপেন ডোর রাশিয়ান স্কলারশিপ ২০২৪’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর, ২০২৩।

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রভাবশালী পরাশক্তি রাশিয়া। দেশটির ৫০% এরও বেশি মানুষ উচ্চশিক্ষা নিতে পারে। এছাড়া প্রতিবছর ২ লাখের বেশি অন্যান্য দেশের শিক্ষার্থীরা দেশটিতে পড়তে যান। বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয় এবং খ্যাতিমান অ্যাকাডেমিশানরা থাকায় রাশিয়ার উচ্চশিক্ষার আলাদা মূল্যয়ন তৈরি হয়। 

দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬০০ এরও অধিক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। গুণগত মানের দিকে বেশি জোর দেওয়ায়, বিশ্বের সেরা স্কলারদের কাছে শেখার সুযোগের কারণে চাকরির বাজারে রাশান গ্রাজুয়েটদের শক্তিশালী অবস্থান রয়েছে।

সুবিধা-সুবিধা
রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলি থেকে মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় ওপেন ডোর স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে রাশিয়ান ফেডারেশনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়। তবে জীবনযাত্রার ব্যয় মেটানোর খরচ নিজেকেই বহন করতে হবে।

আবেদনের যোগ্যতাসমূহঃ-  

* স্নাতকোত্তরে আবেদনকারীদের অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
* পিএইচডিতে আবেদন করতে আবেদনকারীদের অবশ্যই স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
* ইংরেজি বা রাশিয়ান ভাষায় দক্ষ হতে হবে। 
* একাডেমিক ফল ভালো থাকতে হবে।

নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ফেলোশিপ

প্রয়োজনীয় নথিপত্রঃ- 

* পাসপোর্টের কপি।
* একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।
* রেফারেন্স লেটার।
 ইংরেজি ভাষা দক্ষতার সনদ। আইএলটিএস  ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে। তবে, যাদের মিডিয়াম অফ ইন্সট্রাকশনের সনদ রয়েছে, তাদের আইএলটিএস স্কোরের প্রয়োজন নেই। 
* স্টেটমেন্ট অব পারপাস। 

আরও পড়ুন: নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ফেলোশিপ, ডক্টোরাল রিসার্চার হিসেবেও আবেদনের সুযোগ

আবেদন প্রক্রিয়াঃ-  
আনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

যে যে বিষয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হবেঃ-
স্কলারশিপের আওতায় আবেদনকারীরা নিম্নলিখিত বিষয়গুলোতে আবেদন করতে পারবে।
  
* রসায়ন ও মেটারিয়াল সাইন্স (Chemistry & Materials Science)। 
* কম্পিউটার ও ডেটা সাইন্স (Computer & Data Science)।  
*  জীববিজ্ঞান এবং বায়োটেকনোলজি (Biology & Biotechnology) । 
* নিউরোসায়েন্স এবং সাইকোলজি (Neuroscience & Psychology)।
* গণিত ও কৃত্রিম বুদ্ধি (Mathematics & Artificial Intelligence) । 
* ক্লিনিকাল মেডিসিন এবং জনস্বাস্থ্য (Clinical Medicine & Public Health)। 
* ব্যবসা ব্যবস্থাপনা( Business & Management)।  
* রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ( Politics & International Relations) । 
* প্রকৌশলী ও প্রযুক্তি (Engineering & Technology)। 
* শারীরিক বিজ্ঞান (Physical Sciences)। 
* শিক্ষা (Education)।
* ভাষাতত্ত্ব ও আধুনিক ভাষা (Linguistics & Modern Languages)।
* অর্থনীতি এবং একনোমেট্রিক্স (Economics & Econometrics)।
* ভূ বিজ্ঞান (Earth Sciences)।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের আগে কাতারে নতুন টুর্নামেন্ট, থাকছে আর্জেন্টিনা-স…
  • ২০ জানুয়ারি ২০২৬
১৯৯১-এর নির্বাচনে বিএনপি যেভাবে ১৪০ আসনে জয়ী হয়েছিল
  • ২০ জানুয়ারি ২০২৬
উপাচার্যের পদত্যাগ চেয়ে ইউএপি শিক্ষার্থীদের বিক্ষোভ, ৩০ মিন…
  • ২০ জানুয়ারি ২০২৬
জুলাই জাদুঘরকে বার্লিনের ওয়ার মিউজিয়ামের চেয়ে ভালো বলেছে জা…
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের ভর্তি পরীক্ষার ফল জানা য…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9