এইচএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

এইচএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ
এইচএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ  © সংগৃহীত

সব দেশের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষায় পছন্দের দেশ যুক্তরাষ্ট্র। শিক্ষার্থীদের স্বপ্ন  বিশ্ববিদ্যালয়গুলো নজরকাড়া স্কলারশিপ দিয়ে থাকে। বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি। “ট্রাস্টি স্কলারস প্রোগ্রাম”এর আওতায় নির্বাচিত ২০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  ১ ডিসেম্বর, ২০২৩। 

সুযোগ-সুবিধাসমূহঃ- 

সম্পূর্ণ টিউশন ফিসহ অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করবে। 

যোগ্যতাসমূহঃ- 
* উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ট্রাস্টি স্কলারশিপ প্রবন্ধ লিখতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।

ট্রাস্টি স্কলারশিপ প্রবন্ধ কী? 
আপনার আবেদনের অংশ হিসেবে ৬০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ জমা দিতে হবে। নিচের দুটি বিষয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে।

এইচএসসি পাসেই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে বৃত্তি

১. নোবেল বিজয়ী ও বিইউ প্রফেসর এলি উইজেল একবার বলেছিলেন, ‘শিক্ষার মধ্যে ঐশ্বরিক সৌন্দর্য রয়েছে; শেখার অর্থ হলো এই ধারণা গ্রহণ করা যে জীবন আমার জন্মের সময় শুরু হয়নি। অন্যরা আমার আগে এখানে এসেছে এবং আমি তাদের পদচিহ্নে হাঁটছি। আমি যে বইগুলো পড়েছি, সেগুলো পিতা ও পুত্র, মাতা ও কন্যা, শিক্ষক ও শিষ্যদের দ্বারা রচিত হয়েছিল। আমি তাঁদেরই সব অভিজ্ঞতা ও অনুসন্ধানের সমষ্টি।’ এমন কোনো বই, চলচ্চিত্র, পডকাস্ট বা অভিজ্ঞতা আছে, যা আপনাকে আপনার ব্যক্তিগত ইতিহাস/পরিচয়ের সঙ্গে আরও সংযুক্ত করে এবং আপনি সেটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো জিনিস শিখেছেন। সেই বিষয় নিয়ে লিখতে হবে। 

আরও পড়ুন: স্বপ্ন যাদের জার্মানিতে উচ্চশিক্ষার, পড়ুন আইইএলটিএস ছাড়াই

২. এমন একটি সময় বর্ণনা করুন, যখন আপনি আপনার স্বাচ্ছন্দ্যময় বিষয়ের (comfort zone) বাইরে অবস্থান করেছিলেন বা এমন কোনো পরিস্থিতি, যেখানে আপনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। আপনি সেই মুহূর্তে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং কীভাবে এটি আপনার ক্রিয়াকলাপকে এগিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা করেছে।

আবেদন প্রক্রিয়াঃ-অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence