টোকিও বিশ্ববিদ্যালয়ে এডিবি স্কলারশিপ, পাবেন ৩০০ শিক্ষার্থী

টোকিও বিশ্ববিদ্যালয়ে এডিবি স্কলারশিপ
টোকিও বিশ্ববিদ্যালয়ে এডিবি স্কলারশিপ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। ‘এডিবি স্কলারশিপ ২০২৪’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে পড়তে পারবে দেশটির টোকিও বিশ্ববিদ্যালয়ে। এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সকল সদস্য দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর ২০২৩ ।

এডিবি বৃত্তি প্রোগ্রামের মাধ্যমে জাপান সরকার প্রতিবছর ৩০০ টিরও বেশি বৃত্তি দিয়ে থাকে। শিক্ষার্থীরা এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান এন্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্য বিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ, সমুদ্র বিজ্ঞান সহ পছন্দের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন।

সুযোগ-সুবিধা: 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ব্যয় ও হাউজিং ভাতা প্রদান করবে।
* এছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই ভাতা এবং নির্দেশনামূলক উপকরণ।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন টোকিও বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতা:
* এডিবিভুক্ত  দেশের নাগরিক হতে হবে।
* স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে সিনিয়র অফিসিয়াল ও ব্যবস্থাপক পর্যায়ের প্রার্থীর ক্ষেত্রে এই বয়সসীমা ৪৫ পর্যন্ত হতে পারে।
* ডিগ্রি শেষ হওয়ার পরে প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে রাজি থাকতে হবে।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই সুইজারল্যান্ডে ফেলোশিপের সুযোগ

আবেদন প্রক্রিয়া:
শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমার (১০ ডিসেম্বর) মধ্যে ইমেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। সুপারিশের চিঠির ক্ষেত্রে সরাসরি সুপারিশকারীদের কাছ থেকে ইমেইলের মাধ্যমে পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে প্রার্থীকে আলাদাভাবে মেইলে সুপারিশ পাঠাতে হবে না। এরপর নথিপত্রের মূলকপি আগামী ২৪ মার্চ  (২০২৪ সাল) এর মধ্যে পাঠিয়ে আন্তর্জাতিক লিয়াঁজো অফিসকে তা জানাতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence