ফুল-ফ্রি স্কলারশিপে নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ AM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ০২:২১ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের পাবলিক রিসার্চ ভিত্তিক প্রতিষ্ঠান লাইডেন বিশ্ববিদ্যালয়। “মিনার্ভা স্কলারশিপ ফান্ড” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৩।
উত্তর-পশ্চিম ইউরোপের দেশ হল্যান্ড। দেশটি নেদারল্যান্ডস নামে বহুল পরিচিত। এর রাজধানী আমস্টারডাম। জনকল্যাণমূলক এই রাষ্ট্রে সব নাগরিককে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা, সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা, পরিবহণ ও অবকাঠামোগত সুবিধাসহ নানান ধরনের সামাজিক সুবিধা দেয়া হয়।
উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত এই দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত পছন্দের। তাইতো বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দেশটিতে পড়ার জন্য স্কলারশিপের জন্য মুখিয়ে থাকেন।মিনার্ভা স্কলারশিপ ফান্ড ফাউন্ডেশন অধ্যয়নের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে গবেষণা এবং গবেষণা প্রকল্পের জন্য স্কলারশিপ দিয়ে থাকে।
এটি একটি দাতব্য সংস্থা যা ডাচ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এবং অর্থায়িত হয়। বৃত্তি আবেদন জমা দেওয়ার পরে কর্তৃপক্ষ প্রতিটি আবেদনকে মূল্যায়ন করবেন।
সুযোগ সুবিধাসমূহ:
* টিউশন ফি মওকুফ।
* মাসে ৯০০ থেকে ২০০০ ডলার ভাতা প্রদান করা হবে।
* গবেষণা খরচ।
* যাত্রা খরচ।
* থাকার খরচ (আবাসন)।
আবেদনের যোগ্যতা
* এল.এস.ভি মিনার্ভার সদস্যরা আবেদন করতে পারবেন না।
* প্রকল্পগুলি নীচের একটি বিভাগে পড়ে: ইন্টার্নশিপ, অধ্যয়ন বা গবেষণা।
* প্রকল্প শেষ হওয়ার পরে, শিক্ষার্থীকে অবশ্যই তিন মাসের মধ্যে প্রকল্পের প্রতিবেদন সহ ছবিসহ জমা দিতে হবে।
আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক করুন যুক্তরাষ্ট্রে, আবেদন শেষ ১৫ ডিসেম্বর
যেসকল বিষয়ে আবেদন করা যাবে:
* প্রত্নতত্ত্ব।
* মানবিক।
* মেডিসিন/এলইউএমসি।
* গভর্নেন্স এবং গ্লোবাল অ্যাফেয়ার্স।
* আইন।
* সামাজিক ও আচরণমূলক বিজ্ঞান।
আবেদন প্রক্রিয়া:
* ডাউনলোডের পরে আবেদন ফর্মটি পুরোপুরি পূরণ করুন।
* প্রদত্ত ঠিকানায় সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ডসিয়ারে জমা দিন।
* কমিটি মানদণ্ডের ভিত্তিতে আবেদনগুলি মূল্যায়ন করবে।
* আবেদনকারীদের নির্ধারিত সময়সীমা হওয়ার এক মাস পূর্বে হবে যে হয় তাদের আবেদন সফল হয়েছে বা না হয় হয় তারা বৃত্তি পাবে কি না।
* শিক্ষার্থীরা দলিলগুলির সাথে সম্পূর্ণ আবেদনের জন্য দায়বদ্ধ, অসম্পূর্ণ বা দেরিতে আবেদনের ক্ষেত্রে মিনার্ভা বা লাইডেন বিশ্ববিদ্যালয় দায়বদ্ধ থাকবে না।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন