এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ব্যাবিলন গ্রুপ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ PM
২০২৩ সালে এসএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ। প্রতিষ্ঠানটি দশমবারের মতো তাদের শিক্ষাবৃত্তি প্রকল্প ঘোষণা করেছে। দেশের বিভিন্ন অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল, মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা নিশ্চিতকল্পে উক্ত প্রকল্পের আওতায় ব্যাবিলন গ্রুপ নিয়মিতভাবে সহযোগিতা করছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করা যাবে—
এসএসসি পাশের বছর: ২০২৩
প্রাপ্ত ফলাফল: গোল্ডেন জিপিএ ৫.০০
আবেদনপত্রের সাথে সত্যায়িত যেসব কাগজপত্র জমা দিতে হবে—
১) শিক্ষাবৃত্তির জন্য আবেদনপত্র।
২) এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র (সত্যায়িত)।
৩) সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট (সত্যায়িত)।
৪) কলেজে ভর্তির সনদ/ প্রমাণপত্র (সত্যায়িত)।
৫) একটি পূর্ণাঙ্গ বায়োডাটা (পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্য সংখ্যা, তাদের পেশা, মোবাইল নম্বর ও আয়ের বর্ণনা) (সত্যায়িত)।
উল্লেখ্য, আবেদনকারীর JPEG ফরমেটে ছবি (Width: 590 pixels, Height: 708 pixels) এবং উপরোক্ত ডকুমেন্টসমূহ স্ক্যান করে পিডিএফ ফাইল babylon.scholarship@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে Babylon Scholarship 2023 লিখতে হবে। ই-মেইল ব্যতীত ব্যাবিলন গ্রুপে প্রেরিত সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।