সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পিএইচডির সুযোগ

১২ আগস্ট ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পিএইচডির সুযোগ

সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পিএইচডির সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় তিন থেকে চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার। ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশীপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১শে অক্টোবর,২০২৩।

সুইজারল্যান্ড সরকারের ফেডারেল কমিশনের মাধ্যমে ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’ এর অধীনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এ বিশ্বের প্রায় ১৮০ টি দেশের শিক্ষার্থীদেরকে এই স্কলারশিপ প্রদান করে থাকে সুইজারল্যান্ড সরকার।

New Project - 2023-08-12T093818-780

ব্যাংকিং, শিক্ষাব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই শিক্ষার ওপর জোর দিয়ে আসছে। সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দিয়ে থাকে উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ।

সুযোগ-সুবিধাসমূহঃ- 
• আংশিক টিউশন ফি প্রদান করবে। 
• মাসিক ভাতা প্রদান করবে। 
• স্বাস্থ্য বীমা।
• বিমান ভাড়া।
• আবাসন ভাতা।  
• সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ, ডিনার এবং দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ। 

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়ার সেরা স্কলারশিপ সম্পর্কে জেনে রাখুন

যোগ্যতাসমূহঃ- 
• স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।  
• এছাড়াও সাধারণ এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য প্রত্যেক দেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া শীটগুলি দেখতে হবে।  

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants/swiss-government-excellence-scholarships.html

দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬