এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তি

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উল্লাস
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উল্লাস  © ফাইল ছবি

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক। এই বৃত্তি জন্য শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ৩০ জুলাই থেকে আবেদন শুরু হবে।

আবেদন যোগ্যতা
•এই শিক্ষা বৃত্তির জন্য সিটি কর্পোরেশন এবং জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ ৫ থাকতে হবে।
•গ্রামীণ/ অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ৪ দশমিক ৮৩ থাকতে হবে।

বৃত্তির সময়কাল
•আগামী দুই বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে। অর্থ্যাৎ এইচএসসি পর্যন্ত এই শিক্ষাবৃত্তি পাবেন শিক্ষার্থীরা।

বৃত্তির শর্ত
•যে সব শিক্ষার্থীরা সরকারি বৃত্তি ব্যাতিত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তার এ বৃত্তিতে যোগ্য বলে বিবেচত হবেন না।
•গ্রামীণ অনগ্রসর এলাকারয় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৯০ শতাংশ নির্ধারিত থাকবে এবং মোট      বৃত্তি শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া
ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইট app.dutchbanglabank.com/DBBLDcholarship গিয়ে আবেদন করতেহবে।

আবেদনের সময় যা লাগবে
•আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির স্ক্যান কপি।
•আবেদনকারীর পিতামাতার সাইজের রঙ্গিন ছবির স্ক্যান কপি।
•এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশাংসাপত্রের স্ক্যান কপি।

আবেদনের শেষ সময়: আগমী ২৪ আগষ্ট পর্যন্ত।

প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের তালিকা আগামী ৩০ আগস্ট প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে বাঅছাইকৃত প্রার্থীদের কে ডাচ বাংলা ব্যাক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে Primary Seketion Letter এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ সকল কাজপত্র সত্যতা যাচাইলে জন্য ডাচ বাংলা ব্যাংকের  যেকোনো শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ৩১ আগষ্ট তেকে ২১ আগস্ট

চূড়ান্ত ফলাফল পরবর্তীতে ওয়েবসাইট ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence