গুচ্ছের ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯১.২৫

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি ) ‘সি’ ইউনিটের সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ২৫। বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন , ‘গত ১ নভেম্বর অনুষ্ঠিত জিএসটির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ২৫। ‘সি’ ইউনিটের পরীক্ষায় কোনো পরীক্ষার্থীর ওএমআর শিট বাতিল করা হয়নি । তাই যারা পরীক্ষায় অংশ নিয়েছে সকলের স্কোর প্রকাশ করা হয়েছে।’

প্রাপ্ত মোট নাম্বারের পরিসংখ্যান জানতে চাইলে উপাচার্য বলেন, ‘৯০ এর উপরে পেয়েছে ৩ জন, ৮০ এর উপরে পেয়েছে ১১৪ জন, ৭০ এর উপরে পেয়েছে ৯৮০ জন, ৬০ এর উপরে পেয়েছে ৩ হাজার ৩৮৮ জন, ৫০ এর উপরে পেয়েছে ৭ হাজার ৫০১ জন, ৪৫ এর উপরে পেয়েছে ১০ হাজার ১০৩ জন, ৪০ এর উপরে পেয়েছে ১৩ হাজার ২৩ জন এবং ৩০ এর উপরে পেয়েছে ১৯ হাজার ৬৪৭ জন। আমরা চলতি সপ্তাহে সকল তথ্য প্রতিটি জিএসটি অভিভূক্ত সকল বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিবো। তারপর প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব স্বায়ত্তশাসন বজায় রেখে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করবে।’


সর্বশেষ সংবাদ