বিপদ থেকে মুক্ত থাকতে সকাল-সন্ধ্যা যে সুরা পড়বেন

০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

বিপদ-আপদহীন থাকতে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কিছু দোয়া-দরুদ পাঠ করার প্রতিুৎসাহ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্মব্যস্ত জীবনে নানা স্বাভাবিক–অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয় মানুষ; কখনও এসব অবস্থাই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই সবাই ঝামেলামুক্ত ও নিরাপদ থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করে এবং স্বজন–শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও দোয়া কামনা করে থাকে।

হাদিসে নবীজি (সা.) উম্মতকে বিপদমুক্ত থাকার জন্য সহজ কিছু আমল শিখিয়েছেন। তিনি বলেছেন—সকাল-সন্ধ্যায় তিনটি সুরা তিনবার করে পাঠ করলে যাবতীয় অনিষ্টতা ও বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায়। সুরাগুলো হলো: সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস।

হজরত আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) বলেন, ‘এক বৃষ্টিমুখর অন্ধকার রাতে আমরা আল্লাহর রাসুল (সা.)-কে খুঁজতে বের হলাম, যেন তিনি আমাদের নিয়ে নামাজ পড়ান। পরে যখন দেখা হলো, তিনি বললেন—“তুমি কুল পাঠ করো।” আমি নীরব থাকায় তিনি বারবার একই নির্দেশ দিলেন। আমি জানতে চাইলে তিনি বললেন—“কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউজু বি রাব্বিল ফালাক এবং কুল আউজু বিরাব্বিন্নাস—সন্ধ্যায় ও সকালে তিনবার। এগুলো তোমার জন্য সবকিছু থেকে সুরক্ষার জন্য যথেষ্ট হবে।” —(মুসনাদে আহমাদ: ৫/৩১২; আবু দাউদ: ৫০৮২; তিরমিজি: ৩৫৭৫)

আরেক হাদিসেও উল্লেখ আছে, নবীজি (সা.) এক সাহাবিকে নির্দেশ দিয়েছিলেন—সকাল-বিকেল তিনবার তিন কুল পাঠ করতে। তিনি বলেন, এগুলো সব ধরনের বিপদ-আপদ থেকে সুরক্ষার জন্য যথেষ্ট। —(আবু দাউদ: ৫০৮২; তিরমিজি: ৩৫৭৫; নাসায়ি: ৫৪২৮)

ওলামায়ে কেরাম বলেন, এসব হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়—সকাল-সন্ধ্যা এ সুরাগুলো পাঠ করা মুস্তাহাব এবং এতে উপকার অর্জিত হয়।

অনেকে সুরাগুলো পাঠের পর হাতে ফুঁ দিয়ে শরীরে দম করেন। তবে বিপদমুক্ত থাকতে এভাবে দম করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই এবং এটা আবশ্যকও নয়। কেউ করলে ক্ষতি নেই, কিন্তু এটিকে সুন্নত বলা যাবে না।—(ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ২/১৪৩)

টিফিন ও প্রতিবন্ধী সন্তানদের ভাতা নিয়ে যে সুপারিশ কমিশনের
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি
  • ২১ জানুয়ারি ২০২৬
এক নজরে দেখুন ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কখন, জানালেন ডিজি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভোটেই হারল বাংলাদেশ, বিশ্বকাপে বিকল্প আলোচনায় যে দল
  • ২১ জানুয়ারি ২০২৬
এমবিবিএস-বিডিএসের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রীসংস্থা
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9