দেশের ১৭১৫ হাফেজ ও অভিভাবককে সম্মাননা দিল তানযীমুল উম্মাহ
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫২ PM
রাজধানীতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৩তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব। অনুষ্ঠানে দেশের ১ হাজার ৭১৫ জন হাফেজে কুরআন এবং তাদের বাবা-মাকে সম্মাননা প্রদান করা হয়।
শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে হাফেজদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট, সনদপত্র, পাগড়ি বা স্কার্ফ ও ব্যাগ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক (সাদিক কায়েম), এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা নুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, মুহাম্মাদ আব্দুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ. ন. মু. রাশিদুল ইসলাম সায়েম, মুহা. আসলাম মিয়া, ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ অল-আমিন ও আ. খ. ম. মাসুম বিল্লাহ প্রমুখ।
ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. খালিদ হোসেন বলেন, ‘তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতি আমাদের আস্থা ও ভরসা রয়েছে। আমরা আশাবাদী, এখান থেকে এমন সৎ ও যোগ্য মানুষ তৈরি হবে যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, কুরআনের হাফেজরা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, মানবিক মূল্যবোধে ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে সমাজে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবেন এমন প্রত্যাশা সবার।