১১ বছরের জেসির ১৩ কোটি ভক্ত, কেমন তার জীবন

২৯ জুলাই ২০২২, ০৮:৩২ PM
সস জেসি

সস জেসি © সংগৃহীত

মাত্র ১১ বছর বয়সেই কোটি ভক্তের মন জয় করে নিয়েছে মেক্সিকোর মেয়ে জেসি। তাকে সবাই জেসি নামেই চেনে। কিন্তু তার চ্যানেলের নাম সয় জেসি। ধীরে ধীরে তার ইউটিউবের জনপ্রিয়তা বাড়তে থাকে। ইউটিউব স্টার জেসির চ্যানেলে রয়েছে ১৩ কোটি ৫০ লাখ ফলোয়ার। এতো অল্প বয়সে মানুষের মনে জায়গা করে নেয়া সহজবোধ্য নয়।

মজার ব্যাপার হলো, জেসির কোন স্ক্রিপ্টের প্রয়োজন হয় না। ক্যামেরার সামনে এসে যেভাবেই কথা বলে তাতেই সবাই খুশি হয়। গান গাওয়া, ঘোরাঘুরি, মজার সব খেলাধুলাসহ শিশুদের নিয়ে ভিডিও বানায় জেসি। সাধারণভাবে কথা বলতেই জেসি পছন্দ করে। ভাই পেপে’র সাহায্য নিয়ে ভিডিও করে জেসি।  ডিজিনির জন্য সে যেই ভিডিও বানিয়েছে, সেটি ২ কোটি ২২ লাখ বার দেখা হয়েছে। আল্প বয়স হওয়ার কারণে সবার সাথেই দ্রুত মিশতে পারে জেসি। ফ্যানরাও খুব সহজেই  তার সাথে মিশে যায়।

জেসি বলেন, বিখ্যাত হতে আমার খুব ভালো লাগে। যখন দেখি মানুষ আমার ভিডিও দেখে তখন খুব খুশি হই আমি। দর্শক সংখ্যা কমে গেলে কখনও কখনও খারাপ ও লাগে। কারণ, মানুষ আমার কন্টেন্ট দেখলে খুশি হয়ে যায়। 

আরও পড়ুন: নির্ঘুম রাত কাটিয়ে গবেষণা প্রতিবেদন জমা দিলেন সেই পারিসা

কিন্তু জেসি ইউটিউবে পোস্ট করা বন্ধ করে দিয়েছিল, হ্যালো আমার নাম জেসিকা। অনেকেই আমাকে চেনেন জেসি নামে। আজ আমি আপনাদের বলবো কীভাবে আমার জীবন একেবারে বদলে গেছে। আমার মায়ের নাম অ্যাসিলিয়া। আমার ভাই পেপে এবং মা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ব্যাক্তি। একদিন মা’র শরীর খারাপ হয়ে যায়। প্রচণ্ড ব্যাথা সহ্য করতে পারছিলেন না। পরে তার মায়ের ক্যান্সার ধরা পড়ে। কিছুদিন পরে তিনি মারা যান।

জেসির মা চেয়েছিলেন তাকে যেন কেউ ভুলে না যায়। এজন্য একটা ভিডিও বাননো হয়, যেখানে যমজ খালা মায়ের ভূমিকায় অভিনয় করে।

এখন পর্যন্ত ৬০ লাখ লোক ভিডিওটি দেখেছেন। এমনকি এখনও দেখছেন অনেকেই সেই ভিডিও। জেসির জন্য একটা সুখবর এসেছে। কারণ তার চ্যানেলটি আবারও হিট হয়েছে। আগে লাখ লখি মানুষ ভিডিও দেখতো এখন বেশি লোক দেখে না। কারণ আমার ভালো লাগতো না আমার মা মারা গিয়েছে। তাই সরে এসেছিলাম।

জেসির ভাই বলেন, বেশি প্রচার ভালো না; এ নিয়ে মাঝে-মধ্যে দুশ্চিন্তা হয়। কিন্তু আমরা সবাই তার খুব যত্ন নেই, আগলে রাখি। আমার মনে হয় মায়ের মৃত্যুতে একদিক থেকে তার লাভই হয়েছে। সে কিছুদিন এসব থেকে দূরে ছিল। [বিবিসি বাংলা অবলম্বনে]

আরও ৩২ আসন চায় জামায়াত, এনসিপিসহ বাকি ৯ দল কয়টি?
  • ২০ জানুয়ারি ২০২৬
বিদেশ থেকে ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট
  • ২০ জানুয়ারি ২০২৬
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ
  • ২০ জানুয়ারি ২০২৬
ভুয়া সনদ ও প্রতারণার অভিযোগে রাবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
  • ২০ জানুয়ারি ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘ…
  • ২০ জানুয়ারি ২০২৬
পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9