‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন মাশরাফি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৮:৪৪ AM , আপডেট: ১১ মার্চ ২০২১, ০৮:৪৮ AM
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘ইয়াং গ্লোবাল লিডার’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট ১১২ জন তরুণ নেতা তালিকায় স্থান পেয়েছেন যার মধ্যে দক্ষিণ এশিয়ায় সপ্তম স্থানে আছে মাশরাফির নাম।
বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখবে প্রতিবছর ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে সংস্থাটি। সম্প্রতি ২০২১ সালের তালিকাটি প্রকাশিত করেছে সংস্থাটি।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করার জন্য বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হওয়া ব্যক্তিরা।
সংস্থাটির করা তালিকায় মাশরাফির সংক্ষিপ্ত পরিচয়ে ক্রিকেটের পাশাপাশি তার সমাজসেবার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে বলা হয়েছে, ক্রিকেটের সঙ্গে সঙ্গে মানুষের জন্যও কাজ করছেন মাশরাফি।