ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের সম্ভাবনা গড়ে দিচ্ছেন নাজমুল হুদা

মো. নাজমুল হুদা
মো. নাজমুল হুদা  © টিডিসি ফটো

দেশে তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার মো. নাজমুল হুদা (নাঈম)। অল্প বয়সেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সির সিইও ও প্রতিষ্ঠাতা হিসেবে। এই এজেন্সির মাধ্যমে তিনি শতাধিক তরুণ-তরুণীকে ডিজিটাল কাজের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন, যা তাকে দেশের তরুণ সমাজের জন্য একটি অনুপ্রেরণায় রূপ দিয়েছে।

নাজমুল হুদা শুধুম কর্মসংস্থানই সৃষ্টি করছেন না, বরং সোশ্যাল মিডিয়ায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করেও বহু মানুষের আস্থা অর্জন করেছেন। তার সহায়তায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সমস্যার কার্যকর সমাধান পেয়েছেন।

তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অনেক আগে থেকেই এই খাতে আগ্রহী ছিলেন এবং ধাপে ধাপে দক্ষতা অর্জন করেন। নাজমুল বলেন, ‘কাজের শুরুতে সফলতা আশা করে হতাশ হলে চলবে না। মনোবল আর অটুট ধৈর্য ধারণ করলেই সাফল্য ধরা দেয়।’

নাজমুলের শিক্ষাজীবন শুরু হয় ভুরুঙ্গামারী সরকারি কলেজে। সেখান থেকে এইচএসসি পাশ করে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স অধ্যয়ন করছেন তিনি।

নাজমুলের ভাষায়, “আমি চাই, দেশের সব বেকার যুবক-যুবতী যেন নিজেদের কর্মসংস্থান নিজেরাই গড়ে তুলতে পারে। আমার স্বপ্ন, বাংলাদেশ একদিন বেকারমুক্ত একটি জাতি হিসেবে বিশ্বে পরিচিত হবে।”

সফল উদ্যোক্তা হওয়ার মূলমন্ত্র জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনি যদি সত্যিকারের সফল হতে চান, তবে নিজের সঙ্গে নিজেই প্রতিদিন চ্যালেঞ্জ করুন। কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসই পারে আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে নাজমুল জানান, তিনি সোশ্যাল মিডিয়ার সাইবার নিরাপত্তা নিয়ে বেশ কিছু বড় প্রকল্প নিয়ে কাজ করছেন এবং খুব শিগগিরই আরও নতুন কিছু উদ্যোগ নিয়ে সামনে আসছেন।

বর্তমানে তিনি ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সির সিইও ও ফাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে, তিনি হালক্যাস্টেইন অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপে একজন আইটি সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবেও কর্মরত রয়েছেন।

তরুণদের অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হওয়া নাজমুল হুদা নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশ গঠনে একজন অন্যতম মুখ। তার উদ্যোগ ও প্রজ্ঞা আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ