নিরাপত্তা ও শতভাগ আবাসনের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:০১ PM
ইবিতে মানবন্ধন

ইবিতে মানবন্ধন © টিডিসি ফটো

শিক্ষার্থীদের নিরাপত্তা, শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ ও গোপনে ছাত্রীর গোসলের ভিডিও ধারণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানবন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।

রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রশাসন ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা হাতে ‘নিরাপত্তার বুলি নয়, বাস্তবায়ন চাই’, ‘শিক্ষার্থীদের উপর যৌন হয়রানি বন্ধ করুন’, ‘আমার বোন অনিরাপত্তায় ভুগবে কেন, জবাব চাই’, ‘শতভাগ আবাসিক ক্যাম্পাস চাই’ ইত্যাদি ফেস্টুন নিয়ে মানবন্ধন করেন শিক্ষার্থীরা।

জুম্ম ছাত্রকল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা বলেন, ক্যাম্পাসের বাইরের মেসগুলোতে নারী শিক্ষার্থীরা কোনোভাবেই নিরাপদ নয়। তাই আমি প্রশাসনের নিকট নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতা দেওয়ার দাবি জানাই।

মানববন্ধনে মিলন জ্যোতি চাকমার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অংসিংমং মারমা, স্বপন টপ্য, বিনয় লিন্ডা, বিশাল চাকমা, বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সুইট, সমাজতান্ত্রিক ফ্রন্টের সদস্য মুত্তাসিম জোবায়েরসহ অন্যান্য শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের কাছে স্মারলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, শতভাগ আবাসন সুবিধাসম্পন্ন না হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীরা ক্যাম্পাস পার্শ্ববর্তী ও কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে অবস্থান করেন।

আরও বলা হয়, আমাদের নৃগোষ্ঠি শিক্ষার্থীরা স্থানীয় বখাটের দ্বারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা নিরাপদ নয়। সম্প্রতি বখাটে কর্তৃক এক ছাত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এমতাবস্থায় নিরাপত্তার পাশাপাশি নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসনের নিশ্চিত করতে হবে।

এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ইতোমোধ্যে আসামীকে আটক করা হয়েছে। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬