আরও দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি বিশ্ববিদ্যালয়   © প্রতীকী ছবি

দেশে নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  আজ সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় দুটি হলো মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়  এবং নওগাঁর বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়। 

এ দুটি বিশ্ববিদ্যালয় হলে দেশে স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫২। এ ছাড়া দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২ খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিলো। আজ এ দুটি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেন মন্ত্রীসভা। 

উল্লেখ্য, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো- দেশের প্রত্যেক জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই বিভিন্ন জেলায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ