জবির অফিসের দরজা ভেঙে চুরি

২১ আগস্ট ২০২২, ০৮:২৫ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশাল কোয়ালিটি অ্যাসসুরেন্স সেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশাল কোয়ালিটি অ্যাসসুরেন্স সেল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চুরির ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিরাপত্তা শাখার প্রধান সহকারী রেজিস্ট্রার সাইদুর রহমান (রনি) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি মামলার বাদী সাইদুর রহমান নিশ্চিত করেছেন। তবে সেখান থেকে কি চুরি হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

মামলার এজাহারে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশাল কোয়ালিটি অ্যাসসুরেন্স সেল (আইকিউএসি) অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা মানিক মিয়া গত ১৮ আগস্ট রাত ৭ টা ৩৫ মিনিটে কাজ শেষে অফিস তালাবদ্ধ করে বাসায় যান। পরদিন শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় অফিসে কোন কর্মকর্তা- কর্মচারী আসেনি। তবে বোরহান উদ্দিন রানা, ফারুক হোসেন ও সেলিম খান নামে তিনজন নিরাপত্তাকর্মী ভবনের দায়িত্বে ছিলেন।

পরে ২০ আগস্ট সকাল সাড়ে ৭টায় নিরাপত্তাকর্মী বোরহান উদ্দিন নিরাপত্তা পালনকালে বাদীকে ফোন দিয়ে জানান, ইনস্টিটিউশাল কোয়ালিটি অ্যাসসুরেন্স সেল অফিসের দরজার থাই গ্লাস ভাঙ্গা অবস্থায় আছে। পরে বাদী তাকে সেখানে থাকতে বলে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিউদ্দিন মাহিকে অবগত করেন। ঘটনাস্থলে বাদীসহ সহকারী প্রক্টররা গিয়ে দেখেন অফিসের দরজার থাই গ্লাস ভাঙ্গা এবং অফিসের সামনের দু’টি সিসি ক্যামেরা দিক পরিবর্তন করা রয়েছে।

আরো পড়ুন: ‘কক্সবাজার কলেজে পড়তে হলে ছাত্রলীগ করা বাধ্যতামূলক’

এ ছাড়া অফিসের কিছু কাগজপত্রসহ মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে। বিশ্ববিদ্যালয়ে কোন চোর ঢুকে অফিসের মালামাল চুরি করার চেষ্টা করেছেন অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে থানায় মামলাটি দায়ের করেন নিরাপত্তা শাখার প্রধান সাইদুর রহমান। তবে কি কি সামগ্রী সেখান থেকে চুরি হয়েছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে ঘটনাটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের চুরির চেষ্টায় হয়েছে। এ অভিযোগে নিরাপত্তা শাখার প্রধান থানায় মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেনকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্পের আশ্বাসে আন্দোলনে নেমে এখন প্রতারিত বোধ করছেন ইরান…
  • ১৯ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস পরীক্ষা: প্রতি কেন্দ্রে থাকবেন নির্বাহী ম্যাজিস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইউরোপ: ডেনিশ প্রধানমন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9