বন্যা কবলিত পঞ্চাশ শিক্ষার্থীকে বৃত্তি দিল বেরোবি
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০২:০৭ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২২, ০২:০৭ PM
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত বৃহত্তর রংপুরের যেসব শিক্ষার্থী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে বৃত্তি দিয়েছে প্রান্তিক ফাউন্ডেশন বাংলাদেশ। এ সময় ৫০ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়। স্যাকরামেন্টো এরিয়া আমেরিকান বাংলাদেশি এসোসিয়েশনের (সাবা) অনুদানে এ বৃত্তি দেওয়া হয়।
প্রান্তিক ফাউন্ডেশনের প্রধান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিউল আজম নিশার খান বলেন, ‘প্রান্তিক ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বেরোবি এর শিক্ষার্থীদের সংকটকালে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।’
আরও পড়ুন : পা-য়ে ভর করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পা দিয়েই হতে চান জজ
এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মো. আজিজুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মো. জাহিদ হোসেন, সহকারী অধ্যাপক মো. মাসুদ-উল-হাসান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।