বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৭ কােটি ৪৩ লাখ টাকার বাজেট

০৪ জুলাই ২০২২, ০৫:২০ PM
ববিতে বাজেট উপস্থাপন

ববিতে বাজেট উপস্থাপন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন  করা হয়েছে। ০৪ জুলাই সোমবার  সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৪৭ কােটি ৪৩ লাখ টাকার বাজেট উপস্থাপন  করা হয়। বাজেট উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মােহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

বাজেট  উপস্থাপন  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মাে. ছাদেকুল আরেফিন। এ সময় উপাচার্য বাজেট বাস্তবায়নে সকলকে আন্তরিক  হওয়ার এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান  জানান। 

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় কেউ ফেল করেননি: ঢাবি উপাচার্য

বাজেট আলােচনায় ট্রেজারার প্রফেসর ড. মােহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বাজেটের নানান দিক তুল ধরে বিস্তারিত আলােচনা করেন এবং প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে সকলের সার্বিক সহযাগিতা কামনা করেন। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, প্রভােস্ট এবং অর্থ ও হিসাব শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত  ছিলেন। বাজেট উপস্থাপন  অনুষ্ঠানটির সার্বিক সহযাগিতায় ছিলাে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা।

১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬